/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/jeetu.jpg)
Jeet and nabanita: জিতু-নবনীতা / ছবি-ইনস্তাগ্রাম
জিতু নবনীতার সম্পর্কের বিচ্ছেদের মাঝে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তাঁরা নিজেদের কাজের দুনিয়ায় বেশ ব্যস্ত থাকলেও মাঝেমধ্যেই এমন পোস্ট করছেন যেন দুজনের দুজনকে ছাড়া পুরোটাই অন্ধকার দেখেন।
কখনও সমুদ্রের পাড়ে, আবার কখনও জিমে সময় কাটাচ্ছেন জিতু। শুধু তাই নয়, এমন বেশ কিছু ক্যাপশন দিচ্ছেন অনেকটাই বাঁকা চোখে দেখছেন বেশিরভাগ। একদিকে বিচ্ছেদ অন্যদিকে প্রাক্তন স্ত্রী এর নতুন সম্পর্কে জেরবার তিনি। তাই তো, একাই সময় কাটাচ্ছেন সারাদিন। কাজের ফাঁকে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন তিনি। জীবন থেকে একের পর এক সঙ্গী হারিয়ে যাচ্ছে তাঁর।
কঠোর পরিশ্রম করছেন। নতুন কাজের সুবাদে তিনি মাঝেমধ্যেই বাইরে থাকেন। সম্পর্ক নিয়ে কথা বলতেও তাঁকে খুব একটা শোনা যায় না। এরইমাঝে এক গুরুত্বপূর্ন কথা জানালেন তিনি। জিম আউটফিট, অন্ধকারে মিরর সেলফি তুললেন অভিনেতা। সেই ছবি শেয়ার করে লিখলেন, একা থাকাটাও একরকমের শক্তি। একা থাকতে থাকতে তবে কি, নিজেকে পাষাণ করে ফেললেন জিতু?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/j1.jpg)
যদিও, মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি পোস্ট করছেন। এদিকে, সামনে আসছে পুজো। তাই মন খারাপ নবনীতার নিজেরও। প্রতিবছর একসঙ্গে সময় কাটান পরিবারে মিলে। এবছর একদম আলাদা। পাশে কাছের মানুষ নেই। জিতু নেই। পুরনো ছবি শেয়ার করে নবনীতা লিখলেন...
এবার তোমাদের ছাড়াই পুজো কাটাতে হবে। আক্ষেপের সুর অভিনেত্রীর গলায়। আদৌ সাড়া দেবেন কিনা জিতু সেটা তো সময় বলবে। কিন্তু, মা দুর্গা আসার আগে বেশ মন খারাপ দুইজনেরই।