/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/jeetu.jpg)
জিতু-নবনীতা
জিতু নবনীতার বিচ্ছেদ কাহিনী কারওর অজানা নয়। তাঁরা দীর্ঘ অনেকদিন ধরে আলাদা থাকছেন। তাঁদের আলাদা হওয়ার কথা সবথেকে আগে প্রকাশ্যে এনেছিলেন নবনীতা নিজেই। তখন অবশ্য বউয়ের কর্মকাণ্ডকে বাচ্চামি বলেই সম্বোধন করেছিলেন তিনি। কিন্তু...
বউ নবনীতা মাঝেমধ্যেই নানা কথা বলেন। কখনও তিনি এমন বলেন যে পুজোয় প্রাক্তনকে মিস করবেন আবার কখনও তিনি এমন বলেন, জিতুর সঙ্গে এবার এর পুজোয় ঘোরা হবে না। অন্যদিকে, মন খারাপের নানা উক্তি জিতু নিজেও নানাভাবে ব্যক্ত করেন। সারাদিন এখন বেশিরভাগ সময় জিমে আর শুটিং ফ্লোরে কাটান। নবনীতা যাই পোস্ট করেন না কেন, সেটা জিতুর চোখে পড়ে?
অভিনেত্রী এবার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, বিজয়ার দিন তিনি এবার বরণ পর্যন্ত করেন নি এমনকি সিঁদুরও খেলেননি। জিতু মাঝেমধ্যে তাঁকে নিয়ে পোস্ট করেন, সেগুলো আদৌ জানতে পারেন তিনি? এবার অভিনেত্রী প্রকাশ্যে বললেন...
আমায় জিতু সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দিয়েছে। ওর কোনও পোস্ট আমার চোখে পড়ে না। আমি দেখতেও পাই না। সেকারণেই তো বুঝি না কিছু। কিন্তু, অনেক ওয়েব পোর্টাল স্টোরি করে সেগুলো দেখতে পাই। একরকম দুজনেই দুজনের থেকে দূরে সরছেন প্রতিনিয়ত। শুধু তাই নয়, প্রাক্তনকে ছেড়ে আসার পেছনে তাঁর যে কোনওরকম তিক্ত অভিজ্ঞতা কিংবা তৃতীয় ব্যক্তির সম্পর্ক রয়েছে এমনটা নয়। বরং কানাঘুষো খবর, নবনীতা নিজেই নাকি স্নেহালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। চারপাশে এমন ঘটনা, এত খারাপ কথা। তাঁর আর কিছুই মাথায় ঢোকে না। তাঁর কথায়... এখন আগের থেকে অনেকটাই ক্লান্ত। জিতুর বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই নতুন করে জীবন গুছিয়ে নিয়েছেন। জামা কাপড় থেকে ফোন সবটাই নতুন ব্যবহার করা শুরু করেছেন।