Advertisment

অনুশীলনই সম্ভব করল, উল্টো হয়ে ঝুলে পড়লেন জিতু

জিতুর কাণ্ড দেখলে চমকে যেতে হয়

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeetu kamal, nabanita das, jeetu nabanita relation, jeetu nabanita divorce, jeetu kamal relation, জিতু কামাল, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news jeetu kamal, nabanita das, jeetu nabanita relation, jeetu nabanita divorce, jeetu kamal relation, জিতু কামাল, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

জিতু

অধ্যবসায় কত কিছুই না করতে পারে? অন্তত জিতু কামালকে দেখলে সেই প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। কারণ, জিতু এখন সমস্ত সময়টা ধরে নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। একদিকে, যেমন সম্পর্কের কারণে বিতর্ক তেমনই কাজের সুত্রে বাইরে থাকাই বেশি হয় তাঁর।

Advertisment

জিতু এবং নবনীতার বিচ্ছেদ নিয়েও নানা আলোচনা। বিশেষ করে, কিছুদিন আগেই নবনীতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, এবার পুজোয় কাছের অর্থাৎ প্রাক্তন শ্বশুরবাড়ির সকলকে খুব মিস করবেন তিনি। তাদের ছাড়া কাটবে পুজো। কিন্তু জিতু জানান, প্রতিবারের মতো এবারও তিনি পুজো সোদপুরের বাড়িতে কাটাবেন। কিন্তু...

আজ বেলা গড়াতেই দেখা গেল উল্টো করে ঝুলে আছেন তিনি। দায়িত্ব নিয়েই ঝুলে পড়লেন তিনি। কিন্তু কী করছেন টা কী তিনি? প্রাক্তনের কারণেই কি এই বদল? পারফেকশনের প্রয়োজন রয়েছে এখন তাঁর জীবনে? সেই কারণেই ঝুলে পড়লেন তিনি? নিজের সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট নিজেই শেয়ার করেছেন তিনি।

ব্যায়ামের খাতিরেই তিনি এই কান্ড করছেন তিনি। তাঁর উল্টে ঝুলে পড়া বেশ পারফেকশনের সঙ্গেই করেছেন তিনি। লিখলেন, ক্রমাগত অনুশীলনেই আমার ভাল কিছু হয়। অনেক নতুন ছবিতে কাজের সঙ্গে সঙ্গে নিজেকে ফিট রাখতে শুরু করেছেন জিতু। বেশিরভাগ সময়টা জিমেই থাকেন তিনি।

একের পর এক সিনেমা সাইন করেছেন তিনি। দুটি ছবিতে শ্রাবন্তীর সঙ্গে দেখা যাবে তাঁকে। আরেকটি ছবি ঋতাভরীর সঙ্গে। যদিও, ব্যাক্তিগত জীবনে তাঁকে নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে। তারপরেও জিতু বেশ চুপ। স্ত্রী নবনীতার সঙ্গে স্নেহালের সম্পর্ক নিয়েও নীরব তিনি। এখন, আইনি বিচ্ছেদের পথে তাঁরা। আলাদা থাকছেন। মিউচুয়াল সেপারেশন মোড চলছে তাঁদের। অন্যদিকে, নবনীতা নিজের সিরিয়ালের কাজে ব্যস্ত। এমনকি পরিচালক রাজা সেনের নতুন প্রজেক্টেও দেখা যেতে পারে তাঁকে।

tollywood Entertainment News
Advertisment