/indian-express-bangla/media/media_files/2025/10/31/jemima-2025-10-31-10-36-46.jpg)
তার এই হিডেন ট্যালেন্ট সম্পর্কে জানতেন?
গতকাল রাত থেকে যে মানুষটি সবথেকে বেশি চর্চায় আছেন তার নাম জেমিমা রদ্রিগেজ। ব্যাট হাতে ক্যাঙ্গারু বধ করেছেন, ভারতীয় নারী বাহিনী। এরকম মারাত্মক রানরেট চেজ করে ফেলেছেন তারা। আর তারপর থেকেই আলোচনায় রয়েছেন জেমিমা। ১২৭... নট আউট! ঠিক যেন অস্ট্রেলিয়ান পেসারদের দুমড়ে মুচড়ে এক করে দিলেন তিনি।
এরাই যেন সত্যি কারের হিরো। অভিনেতা বরুণ ধাওয়ান তো বলেই ফেললেন, তুমি আমার হিরো। ভারতীয় পুরুষ ক্রিকেট দলে যদি রোহিত শর্মার সামনে অস্ট্রেলিয়ান বোলাররা কাত হয়ে থাকেন, তবে জেমিমার সামনে গতকাল মুখ থুবড়ে পড়েছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট বাহিনী। কিন্তু যে হাত ব্যাট ধরতে পারে, এই হাত যে সংগীতের এমন ইন্সট্রুমেন্টও হাতে তুলে নিতে পারে, সে কথা আগে জানা ছিল?
মাত্র ৪২-বছরে সব শেষ! প্রয়াত কিংবদন্তি অভিনেতা
যেকোনো মানুষের পেশা এবং প্যাশন, কিংবা ভাল লাগার জায়গা আলাদা হতেই পারে। কঠোর ট্রেনিং থেকে শুরু করে, নানা কিছুর মধ্যে দিয়ে যেতে হয় একজন ক্রিকেটারকে। খেলার সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকে মানসিক আপস এন্ড ডাউনস। তবে, গতকালের পর বারবার আলোচনায় উঠে আসছেন জেমিমা। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তার নানান ভিডিও। এবং খেয়াল করলে দেখা যাবে, কেবল যে ব্যাট হাতে তিনি পারদর্শী এমনটা নয়, বরং তিনি গান গাইতেও বেশ পারদর্শী। তার সুর বেশ পাকা। এবং মাঝেমধ্যে গিটার হাতে গান গাইতে বসে পড়েন জেমিমা।
ভারতের বুকে অরিজিৎ সিং এর ফ্যান বহু মানুষ। সঙ্গে অনেকেই তার গান ঠোঁটস্থ করে ফেলেছেন। ক্রিকেট তারকাদের মধ্যে অনেকেই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত। ক্রিকেট পরবর্তী সময় তাদের অনেককে অভিনয় করতে গান গাইতে কিংবা বিনোদন জগতে নানা কাজ করতে দেখা যায়। জিমি যে এত ভালো গান গাইতে পারেন, ভাবা যায়? গিটারের টিউন তুললেন, অরিজিৎ সিং এর গান। ব্রহ্মাস্ত্র ছবি থেকে কেশরিয়া গাইলেন তিনি। এই ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসতে কেউ কেউ বললেন...
Jemimah Rodrigues: ১২৭...নট আউট, 'দুরন্ত' জেমাইমা-কে হিরো স্বীকারোক্তি অভিনেতার
"আপনি গান পর্যন্ত গান?" আবার কেউ বললেন, এটাই কি তাহলে আপনার জেতার আসল কারণ? আবার কেউ এমনও বললেন, একজন মানুষ যে মাল্টি ট্যালেন্টেড হতে পারে আপনাকে না দেখলে বোঝা যেত না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us