/indian-express-bangla/media/media_files/2025/10/31/sree-2025-10-31-17-01-37.jpg)
যা বলেছিলেন তিনি...
Sreelekha Mitra: জেমিমা - ১২৭... নট আউট! এই একটাই নিয়ে এখন আলোচনায়। ভারতীয় ক্রিকেট দলের, এই শেরনি - গতকাল বুক চওড়া করে অস্ট্রেলীয় দলের সামনে দাঁড়িয়ে ছিলেন। জেমিমা ব্যাট হাতে দাঁড়িয়ে দেখিয়ে দিলেন, শুধু রোহিত শর্মা ও বিরাট কোহলিরা নন, তাঁরাও পারেন। এবং আজ মেয়েদের নিয়েই গর্বের শেষ নেই গোটা দেশের। যে মেয়েদের বাড়িতে বসে থাকতে বলা হয়, আজ দেশের মানুষের গর্বের কারণ তারা।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই, নারীদের যেভাবে হেনস্থা করা হয়, সেই নিয়েই অনেকেই প্রশ্ন তুলেছেন। মাঠে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, তাঁকেই সবাই সাবাশি দিতে ব্যস্ত। কিন্তু...বাকি মেয়েদের গলা রোধ করে দেওয়া হয়? অন্তত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন যেতে সেই কথা বলতে শোনা গেল, অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। তাঁকে জিজ্ঞেস করা হল... গতকালের খেলা এবং একজন মেয়ের এহেন উত্থান নিয়ে তিনি কী বলতে চান? প্রসঙ্গে অভিনেত্রী টেনে আনলেন, কিছু বছর আগের সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য।
তাঁকে বলতে শোনা গেল, "কিছু বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় যেন তাঁর মেয়ের ক্রিকেট খেলা নিয়ে কী বলেছিলেন? যে সানাকে নাকি ক্রিকেট খেলতে না করবেন। তাহলে? আর নিশ্চই কিছু বলার অপেক্ষা রাখে না! ভেবে নিন তাহলে। এখানেই শেষ না। শ্রীলেখা জানালেন কোন বিষয়টা তাঁর মন ছুয়ে গিয়েছে। অভিনেত্রীর কথায়, ওর বাবার সঙ্গে একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে ও ওর বাবার বুকে মাথা রেখে শুয়ে ছিল। সেটাই আমায় আমার বাবার কথা মনে করাল। আমি যখন ভাল কিছু করতাম, তখন আমার বাবাও এভাবেই আমায় আগলে নিত।"
মাত্র ৪২-বছরে সব শেষ! প্রয়াত কিংবদন্তি অভিনেতা
মেয়েদের কণ্ঠস্বরে বাধা..
যদিও অভিনেত্রী সঙ্গে সঙ্গে এও জানান, মাঠেই মেয়েটিকে নিয়ে গলা ফাটানো হয়েছে। কিন্তু, আজও বেশিরভাগ জায়গায় মেয়েদের গলা রোধ করা হয়। তাঁদের সত্যি কথা বলতে দেওয়া হয় না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us