/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/jhanvi.jpg)
jahnvi in tirupati: তিরুপতি মন্দিরে জাহ্নবী / ছবি- ইনস্টা
Jahnvi Kapoor in Tirupati: শ্রীদেবির বড় কন্যা জাহ্নবী বরাবরই বেশ অন্যরকম। অভিনয়ের পাশাপাশি তাঁর ঈশ্বরে বড্ড ভক্তি। এর আগেও বহুবার তাঁর প্রমান মিলেছে। এবার তিনি যা করলেন…
বছরের নানা সময় সে কেদারনাথ কিংবা মহাকালেশ্বর মন্দিরে অথবা তিরুপতি বালাজি মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছান। এবার, তিনি শুধু যে বালাজি মন্দিরে গেলেন এমনটা নয়। বরং এতগুলো সিঁড়ি তিনি পার করলেন হাঁটু গেঁড়ে বসে। এতদিন পায়ে হেঁটে হলেও, এবার তিনি হাঁটু ভেঙে উপরে উঠলেন।
অভিনেত্রীর সঙ্গী তাঁর চর্চিত প্রেমিক শিখর এবং বন্ধু ওরি। বেশিরভাগ সময় মন্দিরে তাঁকে সাবেকি পোশাকেই দেখা যায়। এবারও তাঁর ব্যাতিক্রম না। হালকা রঙের চুড়িদার, সাজ সজ্জার চিহ্নমাত্র নেই। তাঁর দুই সঙ্গীও একদম সাবেকি পোকাশে তাঁকে সঙ্গ দিলেন। অভিনেত্রী সিঁড়ি চড়ার পর তিনি বলছেন, "এই পবিত্র স্থানটি আমার খুব কাছের। আধ্যাত্মিক যোগ অনুভব করি। সারা বছরে অন্তত ৫০ বার আসি। এবার, নিজের প্রার্থনা জানাতে বালাজি মন্দিরে এলাম।"
উল্লেখ্য, অভিনেত্রী তাঁর প্রেমিকের সঙ্গে মাঝেমধ্যেই এদিকওদিক গিয়েই থাকেন। অনেকবছর তাঁরা স্রেফ বন্ধু হিসেবেই ছিলেন। এখন অনেক জায়গাতেই একসঙ্গে তাঁরা যান।