scorecardresearch

‘আমাদের ছবি শেষ হতে চলল মা…’, মাতৃদিবসে মা শ্রীদেবীর জন্য কেঁদে আকুল জাহ্নবী

আচমকাই চলে গিয়েছিলেন মা, আজও অভ্যাস বদলায় নি শ্রীদেবী কন্যার

mothers day, jhanvi kapoor, mothers day by jhanvi kapoor, sridevi, happy mothers day, mothers day post
মাকে আঁকড়ে ধরে জাহ্নবী

মায়েদের জন্য কোনও বিশেষ দিন নেই। সারাবছরের সবদিনই মাতৃদিবস। তারপরেও এই বিশেষ দিনে মা – দের জন্য ভালবাস এবং শুভেচ্ছা পাঠিয়েই থাকেন ছেলেমেয়েরা। তারকাদের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়।

মাকে হারিয়েছেন অনেক তারকাই। তবে, জাহ্নবী কাপুরের মত মায়ের প্রতিটা স্মৃতি আকড়ে ধরে থাকার মানুষ খুব কম। ফোনের লক স্ক্রিনের ছবি থেকে বেশ কিছু অভ্যাস আজও বদলায় নি জাহ্নবীর। আর আজ এই বিশেষ দিনে আরও বেশি করে মা শ্রীদেবীকে মিস করছেন তিনি। কী লিখছেন অভিনেত্রী?

ভারাক্রন্ত হৃদয়ে তিনি লিখলেন, আমাদের ছবি শেষ হয়ে যাচ্ছে মা, কিন্তু স্মৃতি না। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার চলার পথের অনুপ্রেরণা, তোমায় খুব মিস করি। অভিনেত্রীর পোস্টে ভালবাসা জানিয়েছেন অনেকেই। মেয়ের প্রথম ছবি ধরক রিলিজ করার আগেই মৃত্যু হয় শ্রীদেবীর। আচমকাই যেন আকাশ ভেঙে পড়েছিল তাঁর জীবনে। কিন্তু, তারপর থেকে আরও নিজেকে গুটিয়ে নিয়েছেন জাহ্নবী।

প্রসঙ্গত, বলিউডে নিজের কেরিয়ার বেশকিছু বছর আগে শুরু করলেও ছক্কা হাঁকাতে পারেন নি জাহ্নবী। একের পর এক ভাল কনটেন্ট তিনি উপহার দিয়েছেন, কখনও গুঞ্জন কখনও পরী আবার সামনেই শুটিং শুরু করবেন উলঝার। সেই নিয়েও ব্যস্ততা তুঙ্গে। তবে, আজও সকাল হতেই একবার মায়ের খোঁজ করেন তিনি। তারই কাছের ছিলেন তিনি। এখন সবকিছু শুধুই স্মৃতি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Jhanvi kapoor remembers mother sridevi on mothers day