/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/jhargram.jpg)
ঝাড়গ্রামে হাতিকে খুন, কী বলছে টলিউড?
ঝাড়গ্রামে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। লোকালয়ে ঢুকে পড়ায় এক অন্তঃসত্বা হাতিকে বর্শা দিয়ে খুঁচিয়ে আগুন ছুঁড়ে হত্যা করা হয়েছে। চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে, নারকীয় ঘটনার যেন শেষ হচ্ছে না। সরব টলিপাড়া।
অন্তঃসত্বা হাতিটার দোষ ছিল? কোথায় ছিল দোষ? প্রশ্ন উঠছে এমনই। আওয়াজ তুলেছেন সাধারণ মানুষ থেকে অনেকেই। প্রকৃতির কাছে ক্ষমা চাইছেন তাঁরা। বিচার চাইছেন সেই প্রকৃতির কাছে। আওয়াজ তুলেছেন, তথাগত মুখোপাধ্যায় থেকে বিক্রম চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা।
'কোন নরকে বাস করছি আমরা..', এমনটাই জানিয়েছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। অন্যদিকে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, "ঝাড়গ্রামে গর্ভবতী হাতির খুন। আমরা সমাজ এবং মানুষ হিসেবে ব্যর্থ। আমার সত্যিই কিছু আর বলার ভাষা নেই।" মিমি চক্রবর্তী ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন...
"শান্তিতে ঘুমাও। কিন্তু, আমাদের ক্ষমা করো না।" অভিনেতা তথাগত মুখোপাধ্যায় বলেছেন, "অন্য পশুদের সাথে যেটা আপনারা করছেন,বা হতে দিচ্ছেন,কাল সেটা ঠিক একটা মানুষ অন্য মানুষের সাথে করবে একই ভাবে....আপনারা তখন প্রতিবাদ করবেন,রাস্তায় নামবেন,কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে।মানুষ অত্যাচারের অভ্যেস প্র্যাক্টিস করে ফেলেছে।এন. আর.এস এর নার্সরা যখন বাচ্চা কুকুরগুলো পিটিয়ে মেরেছিল তখন সর্ষের মধ্যে ভুত কেউ দেখতে পায়নি আজ পাচ্ছে।কিন্তু দেরী হতে গেছে অনেকটা।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/mimi1.jpg)
একদিকে, যখন শহর কলকাতায় একজন জুনিয়র মহিলা ডাক্তারের মৃত্যু, তখনই ঝাড়গ্রামে এক অন্তঃসত্বা হাতির মৃত্যু, সব মিলিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্যে।