খাদান নিয়ে আলোচনা তুঙ্গে। তাঁর সঙ্গে দেবকে শুনতে হচ্ছে নানা কটাক্ষ। একতরফা, একচেটিয়া বক্স অফিস কাঁপিয়ে চলেছে এই ছবি। যদিও বা খাদানের সাফল্যে ইন্ডাস্ট্রির বুকেই নানা কান্ড কারখানা। কেউ কেউ তাঁর সাফল্যে নাকি হিংসার আগুনে জ্বলছেন... এমনটাই বক্তব্য পরিচালক থেকে দেব ভক্তদের।
তবে, বাংলা ইউটিউবারদের তরফেও আসছে নানা রিভিউ। বাংলা ছবির দুনিয়ায় ইন্ডাস্ট্রির বুকে, এমন একটা ছবি খুব দরকার ছিল বলেই তাঁরা মনে করছেন। আর ঝিলাম গুপ্ত তো জানিয়ে দিলেন, খাদান দেখতে গিয়ে তাঁকে যে লেভেলে সংগ্রাম করতে হয়েছে, দেবকে ততটা লড়াই করতে হয়নি। খাদান সংগ্রামের গল্প। খাদান অস্তিত্ব এবং বন্ধুত্বের আড়ালে শত্রুকে হারিয়ে অধিকার ছিনিয়ে নেওয়ার গল্প।
যেহারে হলে ভিড় হচ্ছে, যেভাবে মানুষ নিজেদের উন্মাদনা দেখাচ্ছে, তাতে করে কিন্তু হলের সামনে লোকের উপস্থিতিতে একটু আধটু অসুবিধা হতেই পারে। কিন্তু, ঝিলাম কী এমন সমস্যার মধ্যে পড়লেন যে, সমাজ মাধ্যমে তিনি সেই প্রসঙ্গে বলেই বসলেন। ঝিলামের কথায়... "খাদান দেখতে গিয়েছিলাম। এটা বানাতে গিয়ে দেবকে যতটা সংগ্রাম করতে হয়েছে, আমায় দেখতে গিয়ে তাঁর থেকে বেশি লড়াই করতে হয়েছে। কেন? বলছি...!"
এরপরই তিনি বলতে শুরু করলেন সিনেমাহলে সিনেমা দেখার অভিজ্ঞতা। "বাঁদিকে বসে একটা মেয়ে সমানে কাউকে একটা what's app করে গেল। ডানদিকে বসে একজন তাঁর বউকে বুঝিয়ে গেল, বিড়ি খাওয়া দেব বাবা মাহাতো, আর না খাওয়াটা ছেলে মাহাতো। আর আমার পেছনে বসে একজন বাবা মা তাঁর ছেলেকে কার্টুন দেখিয়ে গেল। মানে, সামনে দেব গুন্ডাদের মেরে উদ্ধার করছে আর পেছন থেকে ব্য ব্যা আওয়াজ আসছে।" যদিও তিনি জানিয়ে দিয়েছেন খাদান সবমিলিয়ে বেশ ভাল লেগেছে তাঁর।
উল্লেখ্য, দেবের এই ছবি মাইলস্টোন সৃষ্টি করেছে। অভিনেতার এই ছবি ২ দিনে ২ কোটি। এবং আশা এমনই রিলিজের প্রথম রবিবার অর্থাৎ আজ সারাদিনে অনেক টাকার ব্যবসা করবে এই ছবি। এবং সহজেই যে এবছরের বিগ বাজেট ছবি বহুরুপীকে টেক্কা দেবে, সেটা প্রমাণিত।