চলতি ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে টিজার মুক্তি পেতেই উত্তেজনার পারদ চড়েছিল। আর বুধবার ঝুন্ড'-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই শাহেনশার মেজাজে ধরা দিলেন অমিতাভ বচ্চন। বয়স তো সংখ্যামাত্র! বসতির বখাটে বাচ্চাদের 'ঝুন্ড'কে ঠান্ডা করতে বিগ বি যা করলেন, সেই কৌশল ট্রেলারে ধরা পড়তেই কিস্তিমাত! একজন ফুটবল কোচের ভূমিকায় দেখা গেল অমিতাভকে।
এবার বসতির বখাটে বাচ্চাদের ফুটবল কোচিং দেবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অভিনেতা এখানে পেশায় প্রফেসর। রাস্তাঘাটে আস্তাকুঁড়েতে থাকা বাচ্চারা যেখানে দু’মুঠো ভাতের অভাবে ঘুরে বেড়ায়, কিংবা সামান্য পয়সা অর্জনের জন্য খারাপ নেশায় জড়িয়ে যায়, সেই অবহেলিত বাচ্চাগুলোকেই জীবনে বাঁচার রসদ জোগাবেন বিগ বি। ফুটবল পায়ে দৌঁড়ে সমাজের প্রথমসারিতে দাঁড়ানোর পাঠ দেবেন। সিনেমার পর্দায় খুব শিগগিরিই সদলবলে ‘ঝুন্ড’ (Jhund) নিয়ে হাজির হচ্ছেন অমিতাভ। বুধবার সেই ছবিরই টিজার প্রকাশ্যে এল। যা দেখে নেটদুনিয়া আবারও অমিতাভ বচ্চন ম্যাজিকে মুগ্ধ।
<আরও পড়ুন: স্যানিটারি ন্যাপকিন, মদ-সিগারেটের বিজ্ঞাপন কোনওদিন করব না: লারা দত্ত>
‘ঝুন্ড’ (Jhund Teaser)-এ নাগপুরের এক প্রফেসরের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। নাম বিজয় বর্স। যিনি বস্তি এলাকার বাচ্চাদের নিয়ে একটি ফুটবল টিম তৈরি করেন। উল্লেখ্য, গত ২ বছর ধরে অতিমারী আবহে প্রেক্ষাগৃহের দরজায় তালা ঝোলার কারণে ‘ঝুন্ড’ নিয়ে দর্শকদের সামনে আসতে পারেননি অমিতাভ। তবে এই স্পোর্টস ড্রামা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতেও রাজি ছিলেন না নির্মাতারা। কারণ বড়পর্দায় এহেন ফুটবল ম্যাচ, যেখানে অমিতাভ নিজে কোচের ভূমিকায় রয়েছেন, সেটা দেখার আমেজই আলাদা হবে। শেষমেশ সমস্ত প্রতিকূলতা সরিয়ে মার্চের ৪ তারিখ মুক্তি পাচ্ছে ‘ঝুন্ড’। তার প্রাক্কালেই মুক্তি পেল সিনেমার ট্রেলার।
পরিচালনা করেছেন নাগরাজ পোপাটরাও মঞ্জুলে। যিনি কিনা মারাঠি সিনে ইন্ডাস্ট্রির ব্লকব্লাস্টার ছবি ‘সাইরাত’ এবং ২০১৩ সালে মুক্তি পাওয়া খ্যাতনামা ছবি ‘ফ্যানড্রাই’-এর পরিচালনা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, ‘ঝুন্ড’কে প্রেক্ষাগৃহে রিলিজ করার জন্য গত দু বছর ধরে বেজায় চেষ্টা চালিয়েছিলেন তিনি। এমনকী, ক্রিউ মেম্বাররা অবধি সাহায্য করেছেন। কিন্তু লাভ হয়নি। অবশেষে সবুরে মেওয়া ফলেছে। রিলিজ করছে ‘ঝুন্ড’।
যৌথভাবে এই সিনেমার প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, রাজ হিরেমঠ, সবিতা রাজ, নাগরাজ মঞ্জুলে, গার্গি কুলকার্নি এবং মিনু অরোরা। টি-সিরিজের ব্যানারেই তৈরি হয়েছে ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন