একই সোফায় বসে কাছের বন্ধু, যীশু অবশেষে কলকাতায় পা রাখলেন। এত কুৎসা, এত ভয়ঙ্কর অভিযোগ, ডিভোর্সের প্রসঙ্গ, যীশু নাকি খাদানের শুটিং করতে এসে নিজের বাড়িতে পর্যন্ত যাননি। ছিলেন হোটেলে। তবে, এবার তিনি আবারও একবার কলকাতায় এলেন।
কিছুদিন আগে পর্যন্তও তাঁকে নিয়ে ছিল চর্চা। যীশুর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী নীলাঞ্জনা। অভিনেত্রী এবং প্রযোজকের সূত্র মারফত খবর ছিল, তিনি নাকি তাঁর আপ্ত সহায়কের সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তারপর থেকে নীলাঞ্জনার সঙ্গে দাম্পত্যে চিড়। এবং দুই মেয়েকে নিয়ে অভিনেত্রী নতুন জীবন শুরু করেন।
যীশুকে এই নিয়ে যদিও বা কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে, আজ তিনি তাঁর কাজের জন্যই কলকাতায় এসেছেন। অভিনেতাকে দেখা গেল খোশমেজাজে। তিনি, জানালেন ঠিক কোন কাজে এসেছেন কলকাতায়। যীশুর নতুন ছবি খাদনের প্রী ট্রেলার লঞ্চ আজ। সেই উপলক্ষেই তাঁকে দেখা গেল, টিমের সকলের সঙ্গে সময় কাটাতে।
যীশু তাঁর সহ অভিনেতার সঙ্গে বসে পোজ দিলেন। সে আর কেউ নন, বরং দেব। তাঁর সঙ্গে যীশুর ব্রোমান্স দেখে কেউ কেউ এমনও বললেন, এই জুটি নিশ্চই তোলপাড় ফেলবে। যীশু সেই ছবি শেয়ার করে লিখলেন, আমরা আসছি। ২০ ডিসেম্বর খাদান আসছে। এখানেই শেষ না। দেব, তাঁর নিজের সমাজ মাধ্যমে যে লাইভ করলেন, সেখানেও যীশু রয়েছেন।
বাসের একদম পেছনের সিটে বসে রয়েছেন যীশু। বাসের সঙ্গে সঙ্গে দুলছেন সমানতালে। অভিনেতা ফোনে ব্যস্ত ছিলেন। তাঁর মধ্যেও ছবির প্রমোশন করলেন। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে তিনি নারাজ। অভিনেতা এখনও নীলাঞ্জনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।