Nilanjanaa Sharma: যিশু সেনগুপ্তের সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন। দুই মেয়েকে নিয়ে এখন 'সিঙ্গল মাদার' নীলাঞ্জনা। বিয়ে ভাঙলেও ভ্যালেন্টাইন উইকে চকোলেট-গোলাপ উপহার পেলেন অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই শেয়ার করেছেন। নীলাঞ্জনার জীবনে গুটি গুটি পায়ে এন্ট্রি এন্ট্রি নিল বসন্ত? মনের মাঝে বয়ে গেল প্রেমের হিমেল হাওয়া? ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবস পালনের আগে সপ্তাহজুড়ে বিভিন্ন ডে যেমন চকোলেট ডে, রোজ ডে, টেডি ডে উদযাপনে মেতে থাকেন প্রেমিকযুগল। শহরজুড়ে যখন প্রেমের মরশুম তখন নীলাঞ্জনার জীবনেও উঁকি দিচ্ছে প্রেম? 'আসলে ভালবাসি' এই ক্যাপশনে ছবি পোস্ট করে নিজেই জল্পনা উসকে দিলেন নীলাঞ্জনা।
ইনস্টা স্টোরিতে নীলাঞ্জনা যে ছবিটি শেয়ার করেছেন সেখানে রয়েছে একটি লাল গোলাপ আর এক বাক্স চকোলেট। এই ছবি দেখে স্বাভাবিকভাবেই সকলে জানতে উৎসুক কে এই উপহারটি পাঠালেন? পোস্টটা একটু ভাল করে খেয়াল করলে কিন্তু, বুঝবেন প্রশ্নের উত্তর সেখানেই লুকিয়ে। হরগৌরী পাইস হোটেল-এর অভিনেত্রী তানিয়া রায় ওই ধারাবাহিকের প্রযোজক নীলাঞ্জনাকে প্রেমদিবসে উপহার দিয়েছেন। প্রসঙ্গত, গত বছরেই যিশুর সঙ্গে দুই দশকের বিবাহিত জীবনে ইতি টানার খবরে তোলপাড় হয়ে উঠেছিল বিনোদন জগৎ।
/indian-express-bangla/media/post_attachments/1bbdd51e-33d.jpg)
সারা-জারা দুই মেয়েকে আঁকড়ে জীবনটাকে গুছিয়ে নিচ্ছেন নীলাঞ্জনা। হরগৌরী পাইস হোটেল-এর শুটিংয়ের শেষদিনে সেটে সকলের সঙ্গে সময় কাটিয়েছেন 'লেডি বস' নীলাঞ্জনা শর্মা। তবুও যেন জীবনের সেই একাকীত্ব কিছুতেই দূর হচ্ছে না! মায়ের বাৎসরিক-এর দিন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নীলাঞ্জনা। কয়েকদিন আগে সারা সেনগুপ্তর বলিউডে ডেবিউয়ের কানাঘুষো শোনা যাচ্ছিল। খোদ ভাইজান নাকি যিশু কন্যাকে লঞ্চ করছেন। ইনস্টা স্টোরিতে নিজেই জানিয়েছিলেন আদৌ তিনি বলিউডে আত্মপ্রকাশ করছেন কিনা।
সারার পোস্ট অনুযায়ী, এই খবর একেবারে ভিত্তিহীন। ভবিষ্যতে মুম্বইয়ে কাজের ইচ্ছে থাকলেও আপাতত মডেলিংয়েই পুরোপুরি মনোনিবেশ করতে চান। তিনি লিখেছিলেন,'হাই! আমি আজ এখানে কিছু জিনিসের সত্যতা নিয়ে কথা বলতে এসেছি। কিছু বিষয় স্পষ্ট করে দিতে চাই। ইদানিং এমন কিছু আর্টিকল আমার নজরে এসেছে যেখানে বলা হয়েছে আমি নাকি বলিউডে ডেবিউ করতে চলেছি। এটা আমার ভবিষ্যৎ প্ল্যান। তবে এই মুহূর্তে মডেলিংয়েই মন দিতে চাই। আমি জানি না কী ভাবে এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ল। শুধু এটুকু বলতে চাই এই খবরের কোনও সত্যতা নেই। সকলের দিন ভাল কাটুক।'