Advertisment

Jisshu Sengupta: ব্যক্তিগত সম্পর্কে ডামাডোল, 'ভূত বাংলায়' প্রিয়দর্শনের হাত ধরলেন যীশু

Jisshu Sengupta News: যীশু সবসময় বাংলার বুকে পজিটিভ রোল করলেও এবার তিনি প্রমাণ করলেন ঠিক কেন, দক্ষিণী ছবিতে তাঁকে সবথেকে গুরুত্বপূর্ন চরিত্রের মধ্যে একটি দেওয়া হয় অর্থাৎ ভিলেনের ভূমিকায় তাঁকে দেখা যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jishu 1 bhoot bangla

Jisshu in Bhoot Bangla: ভুত বাংলায় যীশু? Photograph: (Instagram)

Jisshu Sengupta: তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় ভিলেন। নানী থেকে নীতিন, দক্ষিণের বড় বড় সুপারস্টারদের সঙ্গে কাজ করার পর, যীশু সেনগুপ্ত যখন দেবের সঙ্গে খাদান ছবিতে জুটি বাঁধলেন, বেশিরভাগ ভেবেছিলেন ঠিক যেমন কৃষ্ণ এবং সুদামা - তেমনই হয়তো দেব এবং যীশু ওরফে শ্যাম এবং মোহনের কেমিস্ট্রি দেখা যাবে।

Advertisment

কিন্তু না, যীশু সবসময় বাংলার বুকে পজিটিভ রোল করলেও এবার তিনি প্রমাণ করলেন ঠিক কেন, দক্ষিণী ছবিতে তাঁকে সবথেকে গুরুত্বপূর্ন চরিত্রের মধ্যে একটি দেওয়া হয় অর্থাৎ ভিলেনের ভূমিকায় তাঁকে দেখা যায়। বলিউডের বুকেও যীশু অনেক ছবি করেছেন। কিন্তু, এবার তাঁকে কী ভূমিকায় দেখে যাবে সেটাই আসল কথা। বহুদিন পর, তাঁকে দেখা যেতে চলেছে অন্য একটি হিন্দি ছবিতে।

এবং এমন একটি ছবি যেই নিয়ে উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে বহুদিন পর ফিরছেন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। সেই ভুল ভুলাইয়া ছবির পর তাদের আবার দেখা যেতে চলেছে। ছবির নাম ভূত বাংলা। এবং এই ছবিতে আবারও যে ভুল ভুলাইয়া ছবির মত বিরাট কিছু দেখা যেতে চলেছে সেকথা বোঝাই যাচ্ছে। যত সিকুয়াল বেরক না কেন, প্রথম ভুল ভুলাইয়া নিয়ে দর্শকদের ইমোশন দেখার মত। আর যখন প্রিয়দর্শন এবং অক্ষয় জুটি বেঁধেছেন তখন যে ভাল কিছু হবে, এমনটাই প্রত্যাশা।

Advertisment

আর সেই ছবিতে দেখা যেতে চলেছে যীশু সেনগুপ্তকে। যীশু এই ছবিতে ঠিক কী ভূমিকায় অভিনয় করছেন সেকথা এখনও জানা যায়নি। কিন্তু, প্রিয়দর্শনের সঙ্গে কাজ করার সুযোগ যে তিনি হাতছাড়া করবেন না সেকথাও পরিষ্কার। যীশু ছাড়াও এই ছবিতে থাকছেন তবু এবং ওয়ামীকা। যীশুকে ট্যাগ করেই তব্বু সুখবর দিয়েছেন। তিনি নিজেও ভুল ভুলাইয়া ২ ছবির অংশ ছিলেন।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনেও যীশু যথেষ্ট দোলাচলে রয়েছেন। তাঁর সঙ্গে নীলাঞ্জনার সংসার ভাঙ্গার বিষয় কারওর অজানা না। নানা কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। যদিও, এই বিষয়ে অভিনেতা কোনোদিন কিছুই জানাননি। বরং, বারবার তাঁকে খাদানের প্রমোশনেও বলতে শোনা গিয়েছে যে তিনি নাকি, বিবাহিত।


 

jisshu sengupta tollywood news Tollywood Actress
Advertisment