Advertisment

Jisshu-Nilanjana Divorce: যিশু-নীলাঞ্জনার মাঝে অন্য নারী? বান্ধবী শিনাল সুর্তিই শেষে পিঠে ছুরি মারলেন!

Tollywood: কানাঘুষো খবর ৩ বছর ধরেই নাকি, পরস্পরের মধ্যে দূরত্বের জাল বুনছিলেন তারা। এমনকি এও শোনা যাচ্ছে দুই মেয়ের সাপোর্টে মা নীলাঞ্জনা আজ এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jissu sengupta and nilanjana sengupta divorce happening soon tollywood news

আলাদা হওয়া শিরোধার্য যীশু-নিলাঞ্জনার?

টলিপাড়ার অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে বিচ্ছেদের পর বিচ্ছেদ। একের পর এক তারকার সংসার ভাঙছে। যীশু এবং নীলাঞ্জনা সংসার ভাঙ্গনের গল্প আগে থেকেই শোনা যাচ্ছিল। এবার তাতেই নাকি সিলমোহর পড়েছে নীলাঞ্জনা তরফে।

Advertisment

টানা কুড়ি বছর সংসার করেছেন যীশু এবং নীলাঞ্জনা। দুই মেয়েকে নিয়ে একসময় ভরা সংসার কাটিয়েছেন তারকা দম্পতি। কিন্তু কানাঘুষো খবর ৩ বছর ধরেই নাকি, পরস্পরের মধ্যে দূরত্বের জাল বুনছিলেন তারা। এমনকি এও শোনা যাচ্ছে দুই মেয়ের সাপোর্টে মা নীলাঞ্জনা আজ এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছেন। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দুই মেয়ের সমর্থনই তাঁকে আজ শক্তিশালী বানিয়েছে।

বড় মেয়ে সারা বাবাকে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন। নীলাঞ্জনার পরিবারের সঙ্গে আপাতত যীশুর কোন সম্পর্ক নেই। যীশু ফিরে গিয়েছেন তার বাড়িতে। কিন্তু নীলাঞ্জনা সবথেকে বেশি আঘাত পেয়েছেন তার কাছের বন্ধুর জন্যই। যিশু সেনগুপ্তের আপ্ত সহায়ক শিনালের সঙ্গে তার দানা বাধা প্রেমের কথা অনেকেরই জানা। কিন্তু এই শিনালকে নাকি বাড়িতে জায়গা দিয়েছিলেন নীলাঞ্জনা নিজে।

আরও পড়ুন - Parambrata Chatterjee: ‘কোনও রাজনীতির কথা শুনতে চাই না…’,আরজি কর কাণ্ডে কার দিকে নিশানা পরমব্রতর?

দুই মেয়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছিলেন নীলাঞ্জনা খোদ। বন্ধু শিনাল সূর্তি যে এভাবে তাকে দাগা দেবেন তিনি ভাবতেও পারেননি। তার বাড়িতে জায়গা পেয়েই বরকে প্রেমের জালে বশ করবেন, এটি কল্পনাও করতে পারেনি নীলাঞ্জনা। সূত্রের খবর, নীলাঞ্জনার পরিবারের সকলেই তার পাশে রয়েছেন। এমনকি বোন চন্দনাও।

জানা যাচ্ছে এই বিয়ে টিকে রাখতে চাইছেন না নীলাঞ্জনা। ফলে খুব তাড়াতাড়ি বিচ্ছেদের নোটিশ পেতে চলেছেন যীশু সেনগুপ্ত। সুতরাং কুড়ি বছরের দাম্পত্য যে ভাঙছে, একথা একেবারে পরিষ্কার।

tollywood jisshu sengupta Entertainment News
Advertisment