Advertisment

Jissu Sengupta: কাছের মানুষের প্রয়াণেও অবিচল যীশু, বাক্স বোঝাই করে দুবাইয়ে গেলেন অভিনেতা...

Jissu Sengupta Dubai: অভিনেতার বিরাট দায়িত্ব! সকাল সকাল রাজ্যের হয়ে ছুটলেন যীশু...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jissu sengupta, ccl, jissu sengupta bengal tigers

Jisshu Sengupta- দুবাইয়ে কী করতে গেলেন যীশু?

Jissu Sengupta: অভিনেতা যীশু সেনগুপ্ত শহর কলকাতায় খুব কম।সময়ের জন্য থাকেন। কারণ, বর্তমানে বাংলা ছবির তুলনায় তাঁকে বেশি দেখা যায় হিন্দি সিরিজ এবং দক্ষিণের ছবিতে। তাঁর পাশাপাশি, খেলাধুলার কারণেও তাঁকে বাইরে যেতে হয়।

Advertisment

কিছুদিন আগেই জানা গিয়েছে দেবের খাদান ছবিতে তাঁকে দেখা যাচ্ছে এক বিশেষ গুরুত্বপূর্ন চরিত্রে। শেষ বছর তিনি অনেক নতুন কাজ করেছেন। তাতে প্রশংসা পেয়েছেন তিনি। আর এবার আরেক দায়িত্ব পালন করতে হয়েছেন। ছোট থেকে ক্রিকেটের প্রতি তাঁর অনেক প্রেম। ভালবাসতেন ক্রিকেট খেলতে। বর্তমানে ক্যাপ্টেন হিসেবেই দায়িত্ব পালন করতে চললেন তিনি।

শাশুড়ি মারা গিয়েছেন মাত্র কয়েকদিন। কিন্তু, পরিবারকে সঙ্গ দেওয়ার পর এবার বাংলার সিনেইন্ডাস্ট্রির হয়ে লড়াই করার পালা। যীশু CCL ( Bengal Tigers CCL ) এ, বেঙ্গল টিমের ক্যাপ্টেন। সকাল হতেই তাঁকে দেখা গেল বিমানবন্দরে। এবছর বাংলা দলের মালিক বনি কাপুর। খেলছেন, সৌরভ দাস ( Sourav Das ), বনি সেনগুপ্ত ( Bonny Sengupta ), জয় মুখোপাধ্যায় ( Joy Mukherjee ) আরও অনেকেই।

আরও পড়ুন - Barkha Bist: বহুদিন পর এলেন কলকাতায়, দেবের স্ত্রীর ভূমিকা পেয়েই ছুটলেন রাজ-শুভশ্রীর বাড়িতে!

এবছর CCL অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। প্রস্তুতি ছিল বহুদিন আগে থেকেই। শুধু তাই নয়, তারকা প্লেয়াররা নিজেদের যেমন ফিট রাখছিলেন, তেমনই নেট প্র্যাকটিস করছিলেন। ভর্তি লাগেজ, যীশু বাংলার হয়ে লড়তে গেলেন। যদিও CCL নিয়ে গল্প কম নেই। এর আগেও, খেলা নিয়ে রাগারাগি করতে দেখা গিয়েছে তাদের।

প্রসঙ্গত, যীশুর পাশাপাশি সৌরভও রওনা দিয়েছেন। CCL শুধু যুদ্ধ নয়। বরং সারা দেশের ইন্ডাস্ট্রিকে একসঙ্গে বাঁধার এক প্রকল্প। তাঁদের সকলের মধ্যে বেজায় বন্ধুত্ব। এবার, CCL হবে শারজাহ, হায়দ্রাবাদ এবং চণ্ডীগড়ে।

tollywood jisshu sengupta Entertainment News
Advertisment