scorecardresearch

আন্তর্জাতিক মঞ্চে যিশু-কন্যা সারা, ছোট্ট ‘উমা’র র‍্যাম্পওয়াকে মুগ্ধ সৃজিত

সারাকে নিয়ে আহ্লাদে আটখানা সৃজিত…

jissu sengupta, jissu sengupta daughter, jissu sengupta daughter sara, sara sengupta, srijit mukherjee, srijit mukherjee
ছোট্ট উমাকে কী বলছেন সৃজিত?

চোখের সামনে দিয়ে মেয়ে যেন বড় হয়ে গেল, আন্তর্জাতিক ফ্যাশন শোয়ের র‍্যাম্পে যিশু-কন্যা সারা। কিন্তু বাবা যীশুর জায়গায় সারাকে নিয়ে আনন্দে উৎফুল্ল অন্য কেউ। তাঁর হাত ধরেই পর্দায় আগমন হয়েছিল তাঁর। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আহ্লাদে আটখানা।

সৃজিতের কাছে সারা এখনও সেই ছোট্ট উমা, যিশুর মেয়ের প্রতি অপার স্নেহ তাঁর। সন্তানসম সারাকে এহেন উন্নতি করতে দেখে যেন শান্ত হয়ে বসতে পারলেন না সৃজিত। ক্রিশ্চিয়ান Dior এর মডেল হিসেবে দেখা গেছে সারাকে। পরনে নীল সবুজ ঝকঝকে পোশাক, স্মোকি আই মেকাপ, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন সারা। সেই তথ্য শেয়ার করেই সৃজিত লিখলেন….

আমার ছোট্ট উমা, ক্রিশ্চিয়ান ডিওর এর মডেল হিসেবে গোটা পৃথিবীর মধ্যে থেকে একজন হিসেবে বিবেচিত হয়েছে। ও যেভাবে এগিয়ে চলেছে তাতে আমি মুগ্ধ। এসবের কৃতিত্ব শুধুই ওর, আমি গর্বিত ওর জন্য। যিশুর কন্যাকে নিয়ে অভিনেতার কোনও পোস্ট না থাকলেও সৃজিত কিন্তু সবসময় একধাপ এগিয়ে। মুম্বইয়ে গেটওয়ের কাছে আয়োজিত এই অনুষ্ঠানে বিরাট অনুষ্কা থেকে সোনম কাপুর, অনন্যা পান্ডে হাজির ছিলেন অনেক তারকারাই। সারার সঙ্গেই এবার দ্যাম্পে পা মিলিয়েছেন অর্জুন রামপাল কন্যা মাইরা রামপাল।

মাত্র ১৩ বছর বয়সেই সৃজিতের হাত ধরে টলিউডে পা রেখেছিলেন সারা। এমনকি যিশু এও জানিয়েছিলেন, মেয়ের খুব ইচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সঙ্গে সিনেমা করার। যদিও, বর্তমানে মডেলিংয়ের দিকে নিজেকে এগিয়ে দিচ্ছে সে। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Jissu sengupta daughter sara at dior rampwalk srijit reacted