Advertisment

Jissu Sengupta: শহরে থেকেও বাড়িতে যেতে পারলেন না যীশু? প্রকাশ্যে আলোচনা তুঙ্গে!

Jissu sengupta-Khadaan: যীশু সেনগুপ্ত দেবের সঙ্গে কাজ করলেন অনেকদিন পর। সেই জুলফিকার ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। আজ আবার এতদিন পর, অন্য একটি ছবিতে। যীশু দক্ষিণী ছবির বেশ জনপ্রিয় মুখ এখন, কিন্তু...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
jissu sengupta-dev-khadaan

আলোচনা তুঙ্গে যীশুর ডিভোর্স নিয়ে...

যীশু সেনগুপ্তকে নিয়ে চর্চার শেষ নেই। ২০ বছরের দাম্পত্য জীবন শিকেয় তুলে অভিনেতা এবার, নতুন সম্পর্কে জড়িয়েছেন নাকি তাঁর আপ্ত সহায়কের সঙ্গে। আর এবার যখন, দেবের সঙ্গে তাঁর নতুন ছবি খাদানের টিজার প্রকাশ্যে এসেছে, তখন ফের তাঁকে নিয়ে আলোচনা।

Advertisment

দেব এবং যীশুর মধ্যে এক অনন্য সম্পর্ক দেখা যাচ্ছে এই ছবিতে। এই প্রথম এমন একটি চরিত্রে দেখা যেতে চলেছে যীশুকে। কিন্তু, গল্প অন্য জায়গায়। যীশু নাকি খাদানের ছবির শুটিং করতে কলকাতায় নিজের বাড়িতে ছিলেন না? কানাঘুষো খবর, সেই সময় থেকেই নাকি ঝামেলা শুরু। দেব নতুন রূপে ফিরলেও, তাঁকে নিয়ে সমালোচনা হল না। কিন্তু যীশুকে নিয়ে যা হল...

এত বছরের দাম্পত্যে ফাঁক দেখা গিয়েছে। নিজের বাড়িতে নাকি সিনালকে জায়গা দিয়েই নীলাঞ্জনা বেজায় ফেঁসেছেন। সেইই তাঁর সংসার ভাঙল। সূত্রের খবর, যীশু নাকি এই ছবির শুটিং করতে এসে বাইপাসের ধারে একটি হোটেলে ছিলেন। কিন্তু, এই বিষয়ে মুখ খোলেননি যীশু নিজে। তিনি আপাতত, এসব থেকে দূরে রয়েছেন। সমাজ মাধ্যমেও খুব একটা সক্রিয় নয় তিনি।

আরও পড়ুন  -  বিবেক জাগে শুধু বাংলায়? অরিজিৎকে তুলোধোনা কুণাল ঘোষের...

যীশু সেনগুপ্ত, এবং নীলাঞ্জনার মধ্যে কলহ এমন জায়গায় পৌঁছেছে, যে নীলাঞ্জনা নিজেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, যীশু সেই বাড়িতে আর থাকেন না। এমনকি দুই মেয়ে তাঁদের তারাও মায়ের সঙ্গেই রয়েছে। বড় মেয়ে সারা তো, নিজের মতো করে সবকিছু ম্যানেজ করে চলেছেন। ছোট মেয়ে জারা ব্যবসাও শুরু করেছেন।

যীশু দশম অবতারের পর, আবারও একটি কমার্শিয়াল ছবিতে কাজ করছেন। সেখানে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু, এবার কতটা তিনি দেবের দোসর, সেটাই দেখার পালা।

 

tollywood jisshu sengupta
Advertisment