Advertisment
Presenting Partner
Desktop GIF

Prosenjit Chatterjee-Jissu Sengupta: যীশুর ঝুলিতে অনন্য সম্মান! প্রসেনজিৎকে টেক্কা দিয়েই সৃজিতকে প্রণাম অভিনেতার...

Tollywood news : দশম অবতারের জন্য বিরাট সম্মাননা পেলেন যীশু, সেখানে স্বয়ং ইন্ডাস্ট্রি কী বললেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jissu sengupta won award for dawsham Abotar while Prosenjit Chatterjee grab for sesh pata

Jissu-Srijit: যীশু পুরস্কার পেতেই সৃজিতের উৎফুল্লতা

বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত পুরস্কারের মঞ্চে ঘটল এমন এক ঘটনা যাতে অবাক যীশু নিজেই। প্রসেনজিৎ ( Prosenjit Chatterjee ) এর জায়গায় 'দশম অবতারের' জন্য পুরস্কার পেলেন যীশু সেনগুপ্ত ( Jissu Sengupta ), তারপর...

Advertisment

যীশুর নেগেটিভ চরিত্র ছিল এই ছবিতে। যে নিজেকে বিষ্ণুর এক অবতারের সঙ্গে তুলনা করে। তাঁর লক্ষ্য একটাই, অপরাধীকে নিজের হাতে শাস্তি দেওয়া, ভগবানের এক অংশ হিসেবেই সে এই কাজ করত। বেশ প্রশংসা কুড়িয়েছেন যীশু এই চরিত্রের জন্য। পুরস্কার নিতে ওঠার আগেই পাশে পরিচালক সৃজিতের ( Srijit Mukherjee ) পা ধরে প্রণাম করেন তিনি। তাও একবার না, দু বার।

কিন্তু, যীশু সেনগুপ্ত দশম অবতারের জন্য পুরস্কার পেলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুরস্কার পেলেন 'শেষ পাতার' জন্য। যেখানে, প্রসেনজিৎ এই ছবির আসল প্রটাগনিস্ট। কিন্তু সেই জায়গা নিলেন যীশু। আর এই নিয়েই হাসাহাসি স্টেজে। সঞ্চালক বলেই ফেললেন, যীশুদা বুম্বাদাকে দশম অবতারের জন্য হারিয়ে দিলেন। যদিও, প্রসেনজিৎ ভক্তদের দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ, তিনি কোনও প্রতিযোগিতার মধ্যেই আসেন না। তাঁর নামই বর্তমানের ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন - Tollwood Picnic: ‘দ্বিতীয় পুরুষ’ পরমের সুরেই সুর মেলালেন অনির্বাণ, উল্টে শুয়েই পড়লেন ইশা! ইন্ডাস্ট্রির পিকনিকে বাদ পড়লেন কারা?

উল্লেখ্য, গতকাল ইন্ডাস্ট্রির পিকনিকে বাদ গিয়েছিলেন এনারা। অনেকেই প্রকাশ্যে বলেছিলেন, যেখানে দেব জিৎ বুম্বাদা নেই সেটা আবার ইন্ডাস্ট্রির পিকনিক? তারা যে সন্ধেবেলায় একত্রে ধরা দিলেন সেটাই আসল কথা। শেষ পাতার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন। কী বললেন তিনি পুরস্কার পেয়ে? বললেন...

"শেষ ৪০ বছর ধরে কাজ করছি। আমি যে এখনও নিজেকে টিকিয়ে রাখতে পেরেছি এটাই অনেক। আমার গতবছর প্রতিটা ছবিই দারুণ কেটেছে। কৌশিক, সৃজিতের পরিচালনা নিয়ে প্রশ্ন উঠবেই না। তবে, আজকের এই পুরস্কারটা আমি একজনকেই উৎসর্গ করব, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়"।

tollywood Srijit Mukherji prosenjit chatterjee Entertainment News
Advertisment