Advertisment

জন আব্রাহামের বাটলা হাউজ মুক্তি পাবে ২০১৯এর স্বাধীনতা দিবসে

জন আব্রাহাম অভিনীত বাটলা হাউজ তৈর হয়েছে সত্যি ঘটনাকে কেন্দ্র করে। ২০০৮ দিল্লির শুট আউটের ঘটনাকে নিয়ে বাটলা হাউজ। ছবির পোষ্টার শেয়ার করলেন জন আব্রাহাম নিজে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাটলা হাউজ নিয়ে ফিরে আসছেন জন আব্রাহাম।

অভিনেতা জন আব্রাহাম শুক্রবার রিলিজ করলেন পরের ছবি বাটলা হাউজের পোস্টার। সঙ্গে এও জানালেন ২০১৯-এর ১৫ অগাস্ট রিলিজ করবে এই ছবি। ব্রহ্মাস্ত্র ও মেড ইন চায়নার সঙ্গে টক্কর হবে বক্সঅফিসে। জন আব্রাহাম অভিনীত বাটলা হাউজ তৈর হয়েছে সত্যি ঘটনাকে কেন্দ্র করে। ২০০৮ দিল্লির শুট আউটের ঘটনাকে নিয়ে বাটলা হাউজ। ছবির পোষ্টার শেয়ার করলেন জন আব্রাহাম নিজে।

Advertisment

ছবির পোস্টার শেয়ার করে জন টুইটে লিখেছেন প্রত্যেকটা ঘটনার দুটো পয়েন্ট অফ ভিউ থাকে একটা ঠিক আর একটা ভুল। কিন্তু এই ঠিক ভূলের লাইনটাই যদি ব্লার হয়ে তাহলে।

ম্যাড্রাজ ক্যাফে ও পরমাণুর মতো দেশভক্তির ছবি করার জন্য বিখ্যাত জন আব্রাহাম। তাঁর শেষ রিলিজ হওয়া ছবি সত্যমেব জয়তে। আবারও বাটলা হাউজের মতো ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে জনকে। বাটলা হাউজের এনকাউন্টারের প্রধান অফিসার সঞ্জয় যাদবের ভূমিকায় থাকবেন জন আব্রাহাম।

পোস্টারেও জনের একজন পুলিশ অফিসারের পোশাকেই ফার্স্টলুক প্রকাশ্যে এল ছবির। আর চারপাশে অসংখ্য খবরের হেডলাইন।

ছবির রিলিজের দিন প্রকাশ করার সময়ে পরিচালক নিখিল আদবানী টুইট করেন, এই গল্পটা বলার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছি। আধুনিক ভারতের চর্চিত ঘটনাগুলোর মধ্যে একটা এই বাটলা হাউজের কাহিনি। নিখিলের পরিচালনায় ছবির চিত্রনাট্যকার রিতেশ শাহ।

john abraham
Advertisment