Advertisment
Presenting Partner
Desktop GIF

John Abraham: 'ওরা মৃত্যু বিক্রি করছে..', সরকারকে বিঁধেই শাহরুখ-অক্ষয়দের মোক্ষম খোঁটা জনের

John Abraham On Pan Masala: অভিনেতা বলেন, "যে তারকারা, একদিকে স্বাস্থ্য এবং ফিটনেস এর প্রচার করেন, কিন্তু অন্য দিকে পান মশলাকে সমর্থন করেন, তাদের প্রতি আমার কোন ধৈর্য নেই..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
John Abraham slammed pan masala brand and Akshay Kumar Shah Rukh Khan

পান মশলা প্রসঙ্গে কী বলছেন জন?

তারকা হয়ে পান মশলা এবং গুটখার বিজ্ঞাপনে থাকছেন? দেশের মানুষের উদ্দেশ্যে ঠিক কী বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা? সন্দেহ প্রকাশ করেই একহাত নিলেন জন আব্রাহাম।

Advertisment

অভিনেতা নিজের শরীর এবং স্বাস্থ্য নিয়ে সবসময় খুব সচেতন থাকেন। নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে কিছুই তিনি করেন না। কিন্তু বলিউড তারকাদের তরফে গুটখার মত বস্তুর বিজ্ঞাপন করতে দেখেই, তিনি যেন স্তম্ভিত। এবার অভিনেতা প্রকাশ্যে তাদেরকে বেশ কিছু কথা শোনালেন। একথা অনেকেরই অজানা নয় যে অজয় দেবগন এবং শাহরুখ খানের পাশাপাশি অক্ষয় কুমারও একবার পান মশলার বিজ্ঞাপনে জুড়েছিলেন।

তারপরে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। যে অক্ষয় স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি যোগ সাধনা-ব্যায়ামের কথা বলেন, তিনি কী করে এরকম হানিকারক বস্তুকে প্রশ্রয় দিচ্ছেন? যদিও তারপরে অভিনেতা ঘোষণা করেছিলেন পরবর্তীতে আর এই বিজ্ঞাপনে থাকবেন না। এমনকি, যে টাকা তিনি পেয়েছেন সেটিও তিনি ভালো কাজে লাগিয়ে দেবেন।

আরও পড়ুন - Subhashree Ganguly: ‘বিয়ের পরে গিয়ে টাকা রোজগার করব, এটায় আপত্তি ছিল…’, কেন একথা বললেন শুভশ্রী?

কিন্তু জন আব্রাহাম বন্ধুদের তরফে 'মৃত্যু বিক্রয়ে'র বিষয়টিকে একেবারেই পছন্দ করেন না। অভিনেতা এই বিষয়ে কথা বলেছেন। অভিনেতা বলেন, "যে তারকারা, একদিকে স্বাস্থ্য এবং ফিটনেস এর প্রচার করেন, কিন্তু অন্য দিকে পান মশলাকে সমর্থন করেন, তাদের প্রতি আমার কোন ধৈর্য নেই। আমি আর যাই করি মৃত্যু বিক্রি করতে পারব না। আমি আমার ভক্তদের কাছে রোল মডেল হতে চাই। আমি যদি সততার সঙ্গে আমার জীবনযাপন করি, এবং আমি যেটা প্রচার করি তাই অনুশীলন করি, তবে আমি একজন রোল মডেল।"

এর পাশাপাশি তিনি অভিনেতা এবং তার বন্ধুদের উদ্দেশ্য বেশ কিছু কথা বলেন। তার শব্দের তীর ছিল সরকারের দিকেও। অভিনেতা বলেন, "আমি আমার সমস্ত বন্ধুদের ভালোবাসি। আমি চাই যে আমি নিজেকে নিয়েই কথাটা বলছি। পান মশলা কিংবা গুটখা অর্থাৎ মৃত্যু। আর এর বিজ্ঞাপন আমি করতেই পারব না কারণ এটা নীতির ব্যাপার। আপনারা জানেন পান মশলা শিল্পের ৪৫ হাজার কোটি টাকা। অর্থাৎ সরকারও এটিকে সমর্থন করছে, সেই কারণেই এটি অবৈধ নয়।"

একদম প্রথমে পান মশলার বিজ্ঞাপনের সঙ্গে জুড়েছিলেন অজয় দেবগন। তারপর সেই তালিকায় নাম লেখা শাহরুখ খান নিজেও। কিন্তু এরপরে সেই তালিকায় অক্ষয় যোগ দিতেই হইচই পড়ে যায়। অভিনেতা ক্ষমা চেয়ে লিখেছিলেন, "গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাক সেবন করিনা কিংবা তামাককে সমর্থন করি না। কিন্তু এই বিজ্ঞাপনে আমার উপস্থিতি আপনাদের এতটা কষ্ট দেবে এবং আপনারা তার বহিঃপ্রকাশ করবেন, তাকে আমি সমর্থন করি।"

bollywood Akshay Kumar john abraham Shah Rukh khan Entertainment News
Advertisment