Mithun Chakraborty: মিঠুনের সরলতার সুযোগ নিয়েই ৫০০ টাকা ভিক্ষা! তেড়ে মারতে গেলেন মহাগুরু...

Mithun Chakraborty news: তাই বলে এভাবে অপমান? মিঠুন রাগের চোটে যা করলেন...

Mithun Chakraborty news: তাই বলে এভাবে অপমান? মিঠুন রাগের চোটে যা করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Johnny lever shared Mithun Chakraborty being dj and got 500 tip bollywood news

mithun chakraborty- রেগে আগুন মহাগুরু, কী এমন হল?

Mithun Chakraborty Got angry: একসঙ্গে কাজ করতে গেলে কত কিছুই তো হয়! আর যারা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন তারা যে কত কী সহ্য করেছেন তারাই জানেন। কাউকে মিঠুন ( Mithun Chakraborty ) মজার ছলেই র‍্যাগ করেছেন। আবার কাউকে সুযোগ করে দিয়েছেন বলিউডে।

Advertisment

আর এবার অভিনেতা কতটা সরল সেই প্রসঙ্গেই জানিয়েছেন কমেডিয়ান জনি লিভার ( Johnny Lever )। তিনি যেমন মজাদার অভিনয় করেন, তেমনই তাঁকে মানুষ হিসেবে পুরো নম্বর দেওয়া যায়। বাস্তবেও হাসিখুশি মানুষটি সকলের বেশ পছন্দের। শাহরুখ ( Shah Rukh Khan ) কিন্তু, জনি লিভারকে কদর করেন। আর মিঠুনকে নিয়ে এবার, যা বললেন তিনি। কী এমন করা হয়েছিল যে রাগের চোটে মারতে গিয়েছিলেন মহাগুরু?

হিন্দি ছবি এবং বাংলা ছবিতে তাঁকে সমান ভাবে অভিনয় করতে দেখা গিয়েছে। জনি লিভারের সঙ্গেও তাঁর সক্ষতা ছিল দারুণ। তাই তো, তিনি বলেন এমন এক অজানা কাহিনী ...

Advertisment

আরও পড়ুন - Nilanjana Sengupta: ‘বিচার করবেন পরে, আগে যন্ত্রনাটা খুঁজুন..’, এ কেমন ধরণের পোস্ট যীশু-পত্নী নীলাঞ্জনার?

অভিনেতা বললেন, "উনি মিঠুন চক্রবর্তী। তাঁকে সব বলা যায়। তাঁর কাছে আবদার করা যায়। বিন্দুমাত্র স্টারডাম তাঁর নেই। তিনি সকলের খুব কাছের। একবার তো সকলের অনুরোধে সারারাত তিনি ডিজের কাজ করলেন। একের পর এক গানের অনুরোধ তিনি রক্ষা করলেন। সকলে দারুণ নাচছেন। তারপর? সকলে খুশি হয়ে ডিজে মিঠুনকে ৫০০ টাকা দিতে গেলেন। কিন্তু, তিনি রাগের চোটে টুপি খুলে মারতে গেলেন! মিঠুন চক্রবর্তীকে ৫০০ টাকা দেওয়া?"

উল্লেখ্য, বাংলার বুকে দীর্ঘদিন ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে মহাগুরু হিসেবে ছিলেন। গতবছর প্রজাপতি ছবি এবং সম্প্রতি কাবুলিওয়ালা ছবির জন্য প্রশংসা পেয়েছেন। বর্তমানে নতুন বাংলা ছবির শুটিং শেষ করে তিনি প্রচারের কাজে ব্যস্ত।

bollywood mithun chakraborty Entertainment News