/indian-express-bangla/media/media_files/2025/11/04/jona-2025-11-04-18-15-15.jpg)
চেনেন তাকে?
পিপল ম্যাগাজিনের বিখ্যাত “দ্য সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ” খেতাব এই বছর ইতিহাসের সাক্ষী। প্রথমবারের মতো প্রকাশ্যে সমকামী কোনও শিল্পী এই সম্মান পেলেন, আর সেই সৌভাগ্য অর্জন করলেন ব্রিজারটনের তারকা জোনাথন বেইলি। অফিসের জন ক্রাসিনস্কি কিংবা ক্রিড–খ্যাত মাইকেল বি. জর্ডানের মতো জনপ্রিয় মুখকে পেছনে ফেলে, এবার বেইলির মাথায় উঠল এই মুকুট।
জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ- 'Bridgerton', আসন্ন 'Jurassic World Rebirth' এবং 'Wicked' ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। এবার তাঁর কেরিয়ারের সঙ্গে যুক্ত হলো আরও একটি বিশাল পালক। পিপল ম্যাগাজিন, বেইলির সঙ্গে তাদের বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে, যেখানে অভিনেতা শেয়ার করেছেন তাঁর ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা ও অদ্ভুত খুঁটিনাটি।
Saswata Chatterjee-Mahua: 'ভীষণ বাজে ছেলে!’ শাশ্বতকে প্রথম দেখেই বলেছিলেন মহুয়া
খ্যাতির প্রথম মুহূর্ত স্মরণ করতে গিয়ে বেইলি বলেন, একদিন ভোরে রেডিওর অ্যালার্ম শুনে তিনি চমকে উঠেছিলেন। খবর পড়া হচ্ছিল তাঁর নাম দিয়ে। তার কথায়, “আমি ভাবছিলাম, স্বপ্ন দেখছি নাকি? এটা সত্যিই ঘটছে?” মজার ব্যাপার হলো, এই খেতাব জয়ের কথা তিনি প্রথমে কাউকে জানাননি। শুধু তাঁর কুকুর বেনসন ছিল এই রহস্যের সঙ্গী। বেইলির কথায়, বন্ধুদের প্রতিক্রিয়া যে প্রথমে তীব্র ঠাট্টা হবে সেটা জানতাম। তারপর গর্ব আর উচ্ছ্বাসে পরিণত হবে, সেটাও জানতাম।
সাপকে ভয় পান তিনি। আবার পড়াশোনা শুরু করার স্বপ্নও আছে তাঁর। একসময় ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও কোর্স শেষ করতে না পারায় তাঁকে বেরিয়ে যেতে হয়েছিল। জোনাথন বেইলি ২০১৮ সালে প্রকাশ্যে আসেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একসময় তাঁকে বলা হয়েছিল জনপ্রিয়তা ধরে রাখতে গেলে, যৌনতা গোপন রাখতে হবে। অথচ নিজের সত্য থেকে সরে না গিয়েই তিনি আজ বিশ্বের সামনে সাহস, প্রতিভা আর আত্মবিশ্বাসের প্রতীক।
১৯৮৫ সালে শুরু হওয়া এই শিরোপার প্রথম বিজয়ী ছিলেন মেল গিবসন। ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, জনি ডেপ সহ অনেকে দুবারও জিতেছেন। এবার সেই মর্যাদার তালিকায় জায়গা করে নিলেন বেইলি, নিজের পরিচয় ও প্রতিভা নিয়ে নিঃশঙ্কচিত্তে দাঁড়িয়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us