Joy Baba Lokenath: প্রায় সব টেলি-ধারাবাহিকেই এক একটা পর্যায় আসে, নতুন ট্র্যাক, নতুন চরিত্র বা টাইম লিপ গল্পকে এগিয়ে নিয়ে যায়। বায়োপিক-ধর্মী ধারাবাহিকে তো টাইম লিপ অবশ্যম্ভাবী। সম্প্রতি তেমনই একটি লিপ ঘটেছে 'জয় বাবা লোকনাথ' ধারাবাহিকে এবং নতুন ট্র্যাকের সাম্প্রতিক প্রোমোটি যেভাবে তৈরি করা হয়েছে তা দেখে এটা বলাই যায়, লোকনাথ ব্রহ্মচারীকে ঠিক এইভাবে এর আগে কখনও দেখা যায়নি পর্দায়।
লোকনাথ ব্রহ্মচারীর পরিণত বয়সের চরিত্রে অভিনয় করছেন সৌপ্তিক চক্রবর্তী। রনিতা দাস ও সৌপ্তিক চক্রবর্তী জুটির জনপ্রিয় ধারাবাহিক ছিল 'সোহাগী সিঁদুর'। আরও বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সৌপ্তিক। কিন্তু এই চরিত্রটি নিঃসন্দেহে সৌপ্তিক-অভিনীত আগের চরিত্রগুলি থেকে একেবারেই স্বতন্ত্র কারণ লোকনাথ ব্রহ্মচারীকে ঈশ্বরজ্ঞানে পুজো করেন বহু মানুষ।
রনিতা ও সৌপ্তিক। ছবি: সৌপ্তিকের ফেসবুক প্রোফাইল থেকে
আরও পড়ুন: টেলিভিশন একমাত্র মাধ্যম যা সবার জন্য খোলা: বিশ্বজিৎ
তাই এই ধরনের চরিত্র নিয়ে কাজ করার সময় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকারের দায়িত্বও অনেকটা বেড়ে যায়। লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তাঁর অলৌকিক ক্ষমতার কাহিনিগুলি অনেকটাই লোকমুখে প্রচলিত। সেই সব কাহিনির বেশ কয়েকটি দেখা গিয়েছে এই ধারবাহিকে। বারদী-র আগে তাঁর জীবনের ঘটনাগুলিও বর্ণিত হবে এখানে। দেখে নিতে পারেন এক ঝলকে নতুন প্রোমোটি নীচের লিঙ্কে ক্লিক করে--
কিছুদিন আগে প্রকাশিত ওই প্রোমো-তে দেখা গিয়েছে উত্তাল মাঝসমুদ্র থেকে জাহাজ উদ্ধার করছেন লোকনাথ ব্রহ্মচারী, আবার পাহাড়ে হড়কা বানে যখন মানুষ বিপদগ্রস্ত, তখন সেখানেও পরিত্রাতা হিসেবে অবতীর্ণ হচ্ছেন তিনি। গ্রাফিক্স-রঞ্জিত এই প্রোমোটি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় চর্চার বিষয়। সৌপ্তিক চক্রবর্তীকে এই চরিত্রের লুকে বেশ ভালো মানিয়েছে। লোকনাথ ব্রহ্মচারীর যৌবনের কোনও ছবি নেই। তবে বৃদ্ধ বয়সের যে পেইন্টিংটি রয়েছে, তার সঙ্গে সৌপ্তিকের লুকের সাদৃশ্য লক্ষ্যণীয়।