Joy Banerjee: আর শেষরক্ষা হল না, অকাল প্রয়াণ বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতার..

Joy Banerjee death: কাজ করেছেন, বহু ছবিতে। হীরক জয়ন্তী থেকে শুরু করে, অভাগিনী, মিলন তিথি - বহু ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বা, শেষ কিছুদিন তাঁর অভিনয়ের সুযোগ হয়নি বলেই চলে।

Joy Banerjee death: কাজ করেছেন, বহু ছবিতে। হীরক জয়ন্তী থেকে শুরু করে, অভাগিনী, মিলন তিথি - বহু ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বা, শেষ কিছুদিন তাঁর অভিনয়ের সুযোগ হয়নি বলেই চলে।

author-image
Anurupa Chakraborty
New Update
Joy Banerjee Actor Bengali cinema death by cardiac arrest

চলে গেলেন অভিনেতা...

 বাংলা ছবিতে খসে পড়ল নক্ষত্র। অভিনেতা জয় বন্দোপাধ্যায় না ফেরার দেশে। শেষ কিছুদিন তাঁর অসুস্থতা ভয়ঙ্কর রূপ নেয়। ১৫ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আপ্ত সহায়ক, তাঁর এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানিয়েছেন, আসলেই কী হয়েছিল তাঁর। সিনেমার সঙ্গে সঙ্গে, বঙ্গ রাজনীতিতেও তিনি কিছুদিন সক্রিয় ছিলেন। তবে, আজ সেসব স্মৃতি।

Advertisment

কাজ করেছেন, বহু ছবিতে। হীরক জয়ন্তী থেকে শুরু করে, অভাগিনী, মিলন তিথি - বহু ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বা, শেষ কিছুদিন তাঁর অভিনয়ের সুযোগ হয়নি বলেই চলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর আপ্ত সহায়ক সূত্রে কী জানা গেল? তিনি বলছেন... 'COPD ছিল তাঁর। ১৫ তারিখ মেডিকায় ভর্তি হলেন। তারপর, ১৬ তারিখ বের করা হল। তারপর, অবস্থার অবনতি হতে থাকে। ১৭ই আগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয়। ১১ঃ৩৫ নাগাদ তাঁর মৃত্যু হয়।" 

 কী জানাচ্ছেন তাঁর সহ-অভিনেত্রী শতাব্দি? 

রাজনৈতিক মতভেদ অন্য হলেও শতাব্দির সঙ্গে প্রয়াত অভিনেতার বোনের বন্ধুত্ব ছিল দারুণ। অভিনেত্রীর সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করলে তিনি বলেন, "কিছুক্ষণ আগেই তাঁর বোন আমায় জানাল এই খবর। আমার সঙ্গে মাঝেমধ্যেই কথা হত ওদের। ও যখন অসুস্থ ছিল, তখন আমার সঙ্গে কথাও বলেছে। কিন্তু, কী আর! দীর্ঘদিন অসুস্থ ছিল। আমার সঙ্গে অনেকগুলি কাজ করেছিল, সেই সুত্রেই সম্পর্ক ভাল ছিল।" 

শেষকৃত্য প্রসঙ্গে কী জানা যাচ্ছে? 

Advertisment

তাঁর সহকারী জানিয়েছেন, হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হবে। তারপর, কোথায় নিয়ে যাওয়া হবে, সেই নিয়ে আলোচনা বাকি। আদৌ পার্টি অফিসে যাবেন কিনা, সেই নিয়েও কোনও উত্তর জানা যায়নি। তাঁর বেশিরভাগ ছবি ছিল, তাপস পাল, শতাব্দি রায়, রঞ্জিত মল্লিক এবং চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। এছাড়া, সে সময়ের ডাকসাইটে অভিনেত্রী প্রয়াত মহুয়া রায়চৌধুরীর সঙ্গে বহু কাজ করেছেন। 

actors actor death news