Filmfare Night 2025: বাংলা ইন্ডাস্ট্রির তারকাদের গ্ল্যামারাস লুকের আগুনে লাল গালিচায় সোমের সন্ধ্যায় তাপমাত্রার পারদ একলাফে কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছিল। সৌজন্যে জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস। প্রথমবার কলকাতায় ফিল্মফেয়ার অনুষ্ঠিত হচ্ছে, আর সেখানে টলি তারকাদের গ্ল্যামারাস লুকের একসে বরকর এক নজির থাকবে না, তাই আবার হয় নাকি! অভিনেতা-অভিনেত্রী, প্রত্যেকের লুকই যেন 'হেড টার্নার'। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার স্বস্তিকা থেকে রাইমা, শুভশ্রী, মিমি, নুসরত থেকে ঋতুপর্ণা, ঐন্দ্রিলা, তানিকা বসু, অঙ্গনা সহ জিৎ, অঙ্কুশ, যশ, বিক্রম প্রত্যেকের গ্ল্যাম লুকে যেন চোখ ঝলসে যাওয়ার জোগাড়।
তারকাখচিত এই সন্ধ্যার বেশ কিছু ঝলক রয়েছে ফিল্মফেয়ারের অফিশিয়াল সাইটে। সেখানেই তারকারা তাঁদের লুক নিয়ে যেমন কথা বলেছেন, তেমনই আবার শুভশ্রী জনিয়েছেন তাঁর নজরে গ্ল্যামারাস পরিচালক আর অভিনেতা কে। একইসঙ্গে ভবিষ্যতে কটা ফিল্মফেয়ার জিততে চান মনের কথা বলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকা থেকে চুলের বিশেষ স্টাইল ও সেখানকার পোশাক পরে এসেছিলেন দেবলীনা দত্ত। সিংহভাগ তারকার 'ব্ল্যাক ম্যাজিক'-এ (কালো রঙের পোশাক) বুঁদ ভক্তরা। একটু অন্য পথে হেঁটেছেন মনামী, জয়া আহসনের মতো কিছু তারকা। শাড়িতে নজরকাড়া ঊষা উত্থুপ, রূপা গঙ্গোপাধ্যায়।
জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস-এ এসে আপ্লুত দেবলীনা। তিনি জানান, এবার যেহেতু দুদিন ব্যাপি ফিল্মফেয়ার অনুষ্ঠিত হচ্ছে তাই উত্তেজনাও দ্বিগুণ। অনুষ্ঠানে অংশ নেবেন বলে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার সময়ই কর্ন রো ব্রেড বানিয়ে এসেছেন। আর পরনে ছিল দক্ষিণ আফ্রিকার বিশেষ পোশাক 'হোসা'। তবে পোশাকটি সেখান থেকে নিয়ে আসেননি। দেবলীনার ডিজাইনার এটি বানিয়ে দিয়েছেন। ফিল্মফেয়ারে এসে দেবলীনা এটাও জানালেন কেন দক্ষিণ আফ্রিকা তাঁর পছন্দের জায়গা? তিনি যে পশুপ্রেমী সে কথা বলার অপেক্ষাই রাখে না। দক্ষিণ আফ্রিকায় পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয় না। তাই ওই দেশটা দেবলীনার বড্ড পছন্দের।
এবার আসা যাক স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায়। প্রথমবার কলকাতায় ফিল্মফেয়ার অনুষ্ঠিত হওয়ার খুবই খুশি স্বস্তিকা। এখনও পর্যন্ত স্বস্তিকার ঝুলিতে রয়েছে পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার। এই বছর পুরস্কার জিতে সেই সংখ্যা এখন ছয়। তবে বয়স ৫০ হওয়ার আগে স্বস্তিকা মুখোপাধ্যায় এক ডজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিততে চান।
রাজের পাশে দাঁড়িয়ে শুভশ্রী বলেন, তাঁর চোখে সেরা গ্ল্যামারাস পরিচালক রাজ চক্রবর্তী। চ্যালেঞ্জের সময় থেকেই রাজের স্টাইল শুভশ্রীকে আকৃষ্ট করত। এখন এক ছাদের নীচে থাকার পর আরও ভাল বুঝতে পারছেন রাজের স্টাইল স্টেমেন্ট ফাটাফাটি। আর গ্ল্যামারাস অভিনেতা জিৎ। ঋতুপর্ণার নজরে সেরা গ্ল্যামারাস অভিনেত্রী রেখা ও অভিনেতা অমিতাভ বচ্চন।