/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/joyjit.jpg)
জয়জিৎ বন্দ্যোপাধ্যায়
ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার পরও তারকাদের ব্যাক্তিগত জীবন নিয়ে মানুষের আলোচনার শেষ নেই। সে রাস্তায় দাঁড়িয়ে কী করছে আর কী না, একবার কিছু নজরে এলেই গুজব। তবে জয়জিৎ ( Joyjit Banerjee ) !
অভিনেতা, একাধারে টেলিভিশন, সিরিজ এবং সিনেমায় কাজ করে চলেছেন। নেগেটিভ চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্য তার। সহজ কথা সহজভাবে বলতে ভালবাসেন। জীবনে অনেক অভিনেত্রীই তাঁকে স্ক্রিনে সঙ্গ দিয়েছেন। তবে, বৈবাহিক জীবনে আজ অবধি কোনও বিতর্ক নেই তার। এবার, তিনি আসছেন রাজা চরিত্রে। নতুন সিরিজে তাঁকে দেখা যেতে চলেছে। আর সেই উপলক্ষেই তাঁর কাছে এমন প্রশ্ন গেল যে আমতা আমতা করতে শুরু করলেন তিনি।
রাজা রানী রোমিও সিরিজে তাঁকে দেখা যেতে চলেছে। অভিনেতা ফের একটি নেগেটিভ চরিত্রে। সেখানেই অনুরাগীদের কমেন্টের উত্তর দিতে গিয়ে যা প্রশ্ন চোখে পড়ল তার। অভিনেতাকে জিজ্ঞেস করা হল, কটা গার্লফ্রেন্ড আপনার? এটা শুনেই জয়জিৎ হতভম্ভ। অভিনেতা বললেন...
আরও পড়ুন - ফিরে দেখা ২০২৩: কোটির ব্যবসার আড়ালে এবারের ফ্লপ-হিট, বলিউড না দক্ষিণ…ভাগ্যলক্ষ্মী সহায় কাদের?
"হুম, হুম... কী যে বলি! হ্যাঁ, যেটা বলার সেটা হল গোপন কথা গোপনে থাকাই ভাল। সকলের সামনে বলার কি দরকার।" অভিনেতা মজার ছলেই উত্তর দিলেন। এমনিও নিজের কথা বলতে দ্বিধা বোধ করে না। সামাজিক বিষয় হোক কিংবা রাজনৈতিক, তিনি সবসময় নিজের কথায় অকপট। এবারও ব্যতিক্রম না। আসন্ন সিরিজে কেমন পারফর্ম করছেন তিনি সেটাই দেখার।