/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/rachana.jpg)
রচনাকে নিয়ে অভিযোগ!
দীর্ঘদিন একসঙ্গে অভিনয়, ইন্ডাস্ট্রিতে থাকার সুবাদে অনেকের মধ্যেই বন্ধুত্ব হয় বেশ গাঢ়। ফলেই একে অপরের রহস্যও অজানা নয় তাঁদের কাছে। কিন্তু প্রকাশ্য মঞ্চে ইন্ধন জোগানো? এও করেন তারকারা?
জয়জিতের সংসারে নাকি আগুন লাগাচ্ছেন রচনা! প্রকাশ্যে এই কথাই বলেছেন অভিনেতা। জয়জিতের স্ত্রীর সঙ্গে বেজায় ভাল বন্ধুত্ব রচনার। তাঁকেই নাকি ভুলভাল শেখাচ্ছেন রচনা! অভিযোগের আঙুল অভিনেত্রীর দিকেই। এই ঘটনা নতুন নয়, বরং সকলের সামনেই একথা বলেন জয়জিত। অভিনেতার বাড়িতে মাঝেমধ্যেই নিমন্ত্রণ থাকে রচনার। তারপর?
আরও পড়ুন < টেনে ধরে রাখা যাচ্ছে না রণবীরকে! নেশাগ্রস্থের মত আচরণ, হয়রান স্ত্রী দীপিকা >
ঘটনাটি ঘটে দিদি নম্বর ওয়ানের মঞ্চে। যেখানে জয়জিৎকে সংসারের কাজ করতে বলেন রচনা। এমনি বাসন মাজার কথাও বলেন। কী ঘটেছিল আসলে? জয়জিতের স্ত্রী অসুস্থ থাকার পরেও সেভাবে কোনও কাজ তিনি করেন নি। একদিন বাসন মাজতে গিয়েও ভয়ঙ্কর অবস্থা। পরে অসুস্থ শরীর নিয়েই শেষমেশ পরিস্থিতি সামাল দিতে বাসন মাজতে বসেন শ্রেয়া। এরপরই রচনা বলেন, "ভুল কর ঠিক কর, শিখেছিস তো। এই যে শিখলি আর শ্রেয়ার জন্য বাসন ফেলে রাখবি না। একটা পার্ট মাজবি। সকালে মাসি নিজে দিয়ে গেলে, বিকেলেরটা তুই মাজ।"
আরও পড়ুন < ‘বস লেডি’ প্রিয়াঙ্কাই সবকিছুর অধিকারী! সংসার-মেয়ে সবের দায়িত্ব ছেড়ে দিয়েছেন নিক? >
একথা শুনেই চোখ ছানাবড়া অভিনেতার। যেন বিশ্বাস করতেই পারছেন না। তিনি করবেন বাসন মাজার কাজ? এরপরই বলে বসেন, "এ তো সংসারে অশান্তি লাগিয়ে দেবে মাইরি!" একথার পরেই হেসে খুন রচনা। জিভ কাটলেন অভিনেত্রী। প্রসঙ্গত, বর্তমানে দিদি নম্বর ওয়ানের শুটিংয়ে বসে বসেই কাজ করছেন তিনি। পায়ের ব্যথায় আসতে ধীরে সেরে উঠছেন।