Advertisment
Presenting Partner
Desktop GIF

Joyjit Banerjee-Acropolis: দাউদাউ জ্বলছে ফুডকোর্ট! অ্যাক্রোপলিস মলের ভেতরের ভয়াবহ আগুনের ভিডিও পোস্ট জয়জিতের

Acropolis mall fire: কিন্তু ভেতরের ছবি আসলে কী? আগুনের ভয়াবহ চিত্র তাও এবারের ভেতরের ছবি তুলে ধরলেন জয়জিৎ বন্দোপাধ্যায়। অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে কালো ধোঁয়া ঘিরে নিয়েছে সমস্ত ফ্লোর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Joyjit Banerjee shared a terrific inside video of acropolis mall fire today

ভয়াবহ আগুনের ছবি দেখালেন জয়জিৎ

কলকাতার বুকে ভয়াবহ আগুন! অ্যাক্রোপলিস মলে, আগুন লেগে ছারখার সর্বত্র। একদিকে যখন বহুতল সেই মলে একাধিক অফিস রয়েছে তেমনই রয়েছে রেস্তোরাঁও। 

Advertisment

চতুর্থ তলায় লেগেছে আগুন। অনুমান এমনই, ফুড কোর্ট থেকে আগুন লেগেছে। আগুন লাগার পরেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন জনগণ। পৌঁছায় ১৬টি দমকলের ইঞ্জিন। সুজিত বসু ( দমকলমন্ত্রী ) পৌঁছান সেখানে। এবং তিনি জানিয়েছেন যে আগুন আপাতত নিয়ন্ত্রণে। 

কিন্তু ভেতরের ছবি আসলে কী? আগুনের ভয়াবহ চিত্র তাও এবারের ভেতরের ছবি তুলে ধরলেন জয়জিৎ বন্দোপাধ্যায়। অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে কালো ধোঁয়া ঘিরে নিয়েছে সমস্ত ফ্লোর। ভেতরের চিত্র চোখে দেখার মত নয়। 

দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় শ্বাস নেওয়া সমস্যাদায়ক হয়ে গিয়েছে। জয়জিৎ দেখালেন, ভেতরের সেই ভয়াবহ চিত্র। মানুষ পালাচ্ছেন নিজের প্রাণ বাঁচাতে। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করছেন সকলকে সহজ করার। আবার বেশ কিছু মানুষ তো, নিজেরা অবগতই নন যে এত বড় মাপের আগুন লেগেছে। 

উল্লেখ্য, জানা গিয়েছে ভিতরে দমবন্ধকর পরিস্থিতিতে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সকলকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে। শপিং মলের ভিতরে আর কেউই আটকে নেই।

tollywood kolkata news fire Entertainment News
Advertisment