/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/jyjit.jpg)
ভয়ঙ্কর খবরে তোলপাড়!
না ফেরার দেশে জয়জিৎ! অভিনেতাকে নিয়ে ভয়ঙ্কর শোরগোল! হঠাৎ কী এমন হলো? ঘটনা নজরে আসতেই নড়েচড়ে বসলেন বেশিরভাগ! এও সত্যি!
সমস্ত ঘটনা ঘটেছে অভিনেতার আড়ালেই। সুস্থ মানুষকে মেরে ফেলা হল? অজান্তেই নিজের মৃত্যুর খবর পেয়ে বমকে গিয়েছেন অভিনেতা। এমনিও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। এহেন খবর পেয়েও হাসিমুখেই সকলের সঙ্গে শেয়ার করলেন। তারকাদের নিয়ে এহেন বুজরুকি কম হয় না। তবে, এবার জয়জিৎ যা করলেন...
ভুয়ো খবরটি ঠিক এমনই ছিল, যে না ফেরার দেশে অভিনেতা। সাদা কালো একটি ছবি দিয়েই অভিনেতাকে নিয়ে এহেন মর্মান্তিক পোস্ট বানানো হয়। আর অভিনেতা সেই ছবিটাই শেয়ার করেছেন। লিখলেন, "আর আমি তো তাহলে ভূত! যে এই খবরটা বানিয়েছে তাঁর ঘাড় মটকাবো আমি। আচ্ছা, এটা দেখলে কি আমার ইন্সুরেন্স গুলো ম্যাচিওর করবে?" অভিনেতার পোস্ট ঘিরে বিতর্ক।
আরও পড়ুন < রাত্রে একা থাকতে পারেন না জয়জিৎ! ‘বউ না থাকলেই…’, বন্ধুর সংসার ভাঙতে উঠেপড়ে লেগেছেন বিশ্বনাথ! >
আরও পড়ুন < জয়জিতের সংসারে আগুন লাগাচ্ছেন রচনা! ভয়ঙ্কর অভিযোগের আঙুল অভিনেত্রীর দিকে… >
একজন জলজ্যান্ত মানুষকে এভাবে মেরে ফেলার কোনও মানে আছে। যদিও এঘটনা নতুন নয়। এর আগে শুটিং ফ্লোরে বসেই নিজের মৃত্যুর খবর পেয়েছিলেন অভিনেতা রাহুল দেব বোস। তবে, এবার যেন একপ্রকার রেগে আগুন জয়জিৎ এর শুভাকাঙ্খীরা। তাঁরা যেন এহেন ভয়ঙ্কর রসিকতা মেনে নিতে পারছেন না।
দুদিন আগেই জন্মদিন পালন করেছেন অভিনেতা। তাঁর পরই এধরনের তথ্য। যাই হোক! শুধরে দিলেন অভিনেতাই।