ছুটি কাটাতে গিয়েই এত অসুবিধা? অভিনেতা জয়জিত বন্দোপাধ্যায়ের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক। ছেলেকে নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েও খুঁত ধরছেন? কী এমন করলেন অভিনেতা যে এই কান্ড!
দুদিন আগেই সকাল বেলা নিজের পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, ছেলের পরীক্ষার পর ঘুরতে যাচ্ছেন তিনি। সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন বন্দে ভারত ধরবেন বলে। কিন্তু সেই অভিজ্ঞতা তাঁর মোটেই ভাল লাগে নি। সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন নিজের ক্ষোভ। মোট কথা বন্দে ভারতে যাত্রা তাঁর সুখকর হয়নি। তাই তো, নিজেই সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন। দাদা - দিদির ভক্তরা তাদের টাকায় বানানো জিনিসের নিন্দা সহ্য করতে পারেন না?
"দাদা দিদির ভক্তদের এই এক সমস্যা। তাঁদের আমলে জনগণের অর্থে তৈরী করা সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাদের জ্বলে। নিজের গাঁটের টাকা খরচা করে জনগণের ট্যাক্সের টাকায় তৈরী করা ট্রেনে উঠে শক্ত সিটে শরীর ব্যাথা করলে বা ট্রেনের খাবারে গন্ধ পেলে (যা ট্রেনের কর্মচারীরা মেনে ক্ষমাও চান ও সমস্যা মিটেও যায় ) তাঁদের হেব্বি চুলকোয়। তা চুলকোক। তারা পদলেহন করুক। আমার তাতে কিস্সু যায় আসেনা। আমি গরুর দুধে সোনা খুঁজিনা আর চাকরি বেচে পয়সা রোজগার করিনা | আমার মতামত আমি দেবো তাতে আমার দাড়িও বাড়বেনা হাওয়াই চটির রং ও বদলাবে না। যত্তসব। বন্দে মাতারাম"।
আরও পড়ুন < পায়ের নিচে হাঁটু মুড়ে বসে রাজ কাপুর, হাতে ফুল! প্রস্তাব ফিরিয়ে দেন সুচিত্রা সেন >
অভিনেতা সাফ জানালেন, কী সমস্যা হয়েছে তার। পরিষেবা ভাল না লাগলেও আর কিছুই করার নেই। অভিনেতা এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, গণপরিবহন নিয়ে আলোচনা করাটা কোনও রাজনৈতিক দলের বিরোধিতা করেছি কিনা, সেটা বলতে পারব না। অভিনেতার এই পোস্টের পর থেকেই নানান মন্তব্য করেছেন অনুরাগীরা। আবার সমাজ মাধ্যমে উত্তরও দিয়েছেন তিনি। নিজের পদবী নিয়েও সওয়াল করেছেন তিনি।
উল্লেখ্য, ছেলেকে নিয়ে উত্তরবঙ্গ সফরে বেশ আনন্দেই রয়েছেন তিনি। তারই মাঝে এই বিতর্ক। ছেলের পরীক্ষা শেষে বাপ বেটায় ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। সফরনামা যে ভালই হচ্ছে একথাও জানিয়েছেন তিনি।