'চেয়ার সরলেই ধপাস..!' খারাপ সময়ের আগাম ইঙ্গিত জয়জিতের

কাকে উদ্দেশ্য করে একথা বললেন তিনি?

কাকে উদ্দেশ্য করে একথা বললেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
joyjit banerjee, joyjit banerjee bigg boss, joyjit banerjee tollywood, joyjit banerjee news, joyjit banerjee update, joyjit banerjee serial, joyjit banerjee villain, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

চেয়ারের জোরে কাজ করলে কিন্তু মহা বিপদ! ক্ষমতায় থাকলে তাঁর সদ্ব্যবহার আসলেই কজন করে, সেই নিয়ে চূড়ান্ত সন্দেহ রয়েছে। কান পাতলে শোনা যায়, বেশিরভাগই তাঁর অপব্যবহার করেন। অথবা ক্ষমতার অপপ্রয়োগ ঘটান। কিন্তু চেয়ার একবার সরলেই... কী হতে পারে? জানিয়ে দিলেন জয়জিৎ।

Advertisment

সমাজ প্রসঙ্গে সবসময়ই তিনি ভীষণ সক্রিয় মন্তব্য পেশ করেন। চারপাশে কী ঘটছে সেটাও জানেন। নিজের বক্তব্য রাখতে এক পাও পিছিয়ে যান না। একদিকে, যেমন মজার ছলে নানা কথা বলে যান, অন্যদিকে তেমনই কঠিন কথাও শোনা যায় তাঁর কণ্ঠে। কিছুদিন আগেই যাদবপুর নিয়ে আওয়াজ তুলেছিলেন। এবার, যা বললেন...

Advertisment

কথায় বলে চেয়ারের জোর যার ততদিন জোর তাঁর। এবার, চেয়ার আর কপাল প্রসঙ্গেই জয়জিৎ বললেন.."বর্তমানে শুধু চেয়ারের জোরে কোনো কাজ করবেন না। ভবিষ্যতে চেয়ার সরে গেলেই কিন্তু আপনি ধপাস। সময় আর কপাল দুটোই বদলায়।" যদিও, কার উদ্দেশ্যে একথা তিনি বললেন সেটি আজও পরিষ্কার নয়। রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে অথবা সিনে ইন্ডাস্ট্রির অনেকেই হতে পারেন। তবে, আসল সত্যটি যে তিনি বাৎলে দিয়েছেন একথা সাফ বোঝা গেল অনুরাগীদের মন্তব্যেই।

প্রসঙ্গত, দীর্ঘদিনের অভিনয় জীবন। কাজ করছেন চুটিয়ে। আজও সিরিয়ালের পর্দায় খলনায়কের ভূমিকায় তাঁকে দেখা যায়। মাঝেমধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন। আর, ষঠে সঠ্যাং কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার।

tollywood Entertainment News