/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/saif-ali-khan-011.jpg)
ঘুমন্ত অবস্থাতেই ছুরিবিদ্ধ সইফ!
Saif Ali Khan Attacked:বৃহস্পিতবার মাঝরাতে আচমকা ঘুমন্ত অবস্থায় অভিনেতা সইফ আলি খানের উপর হামলা। করিনা ও তাঁর দুই ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিলেন ছোটে নবাব। সেই সময় আচমকা পতৌদি ম্যানসনে এক অজ্ঞান পরিচয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে। এরপরই ছুরি দিয়ে এলোপাথারি কোপ। গুরুতর আহত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।
এই খবরে উদ্বেগ প্রকাশ করেছে সহকর্মী থেকে বন্ধুবান্ধব ও ভক্তরা। এক্স হ্যান্ডেলে দেবারা কো-স্টার জুনিয়র এনটিআর-ও দুঃখপ্রকাশ করেছেন। সইফের দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, 'সইফ স্যারের উপর হামলার খবর শুনে আমি চমকে গেলাম। প্রচণ্ড খারাপ লাগছে। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।'
Shocked and saddened to hear about the attack on Saif sir.
— Jr NTR (@tarak9999) January 16, 2025
Wishing and praying for his speedy recovery and good health.
দেবেরা-তে একসঙ্গে কাজ করেছিলেন সইফ আলি খান ও জুনিয়র এনটিআর। তাই সহ অভিনেতা ও ইন্ডাস্ট্রির সহকর্মীর উপর হামলার খবরে চিন্তিত দক্ষিণের অভিনেতা। স্পতিবার ভোর রাতে বাড়ির ভিতর ছোটে নবাব সইফ আলি খানের উপর হামলা করা হয়েছে। কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বান্দ্রায় পতৌদি ম্যানসনে ঢুকে অভিনেতাকে দুই থেকে তিনবার ছুরিকাঘাত করেছে। অভিনেতার টিমের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে।
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ আলি খান। পুলিশ সূত্রের খবর, কোনও এক ব্যক্তি আচমকাই সইফের বাড়িতে ঢুকে পরে। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। বৃহস্পিতবার মুম্বই পুলিশ সইফের বাড়ির তিনজন যাঁরা সেই সময় কর্মরত ছিলেন তাঁদেরকে আটক করেছে। কারন ওই তিনজন হামলার সময় অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
#WATCH | Mumbai | Police bring its sniffer dog as investigation is underway into the attack on actor Saif Ali Khan by an intruder in his Bandra home
— ANI (@ANI) January 16, 2025
Visuals from outside 'Satguru Sharan' building which houses the actor's apartment pic.twitter.com/whHZMGuiKE
সইফ আলি খান ও করিনা কাপুর খান দুজনের টিমের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে ভক্ত ও সংবাদমাধ্যমের উদ্দেশে একটু অপেক্ষা করার আর্জি জানানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে সইফের টিমের তরফে বলা হয়েছে, 'মিস্টার সইফ আলি খানের বাড়িতে আচমকা হামলা হয়। এই মুহূর্তে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অস্ত্রোপচার করা হচ্ছে। সংবাদমাধ্যম ও ভক্তরা একটু ধৈর্য ধরুন। এটা পুলিশ কেস। আমরা পরবর্তী পরিস্থিতির আপডেট দেব। পরিবারের বাকি সদস্যরা নিরাপদ রয়েছেন।'