scorecardresearch

মারাত্মক দুর্ঘটনায় গুরুতর জখম জুবিন নটিয়াল! ভাঙল হাতের কনুই

এখন কেমন আছেন শিল্পী?

jubin nautiyal accident fall down from staircase
আহত জুবিন

দুর্ঘটনার কবলে সঙ্গীতশিল্পী জুবিন নটিয়াল। আজ সকালেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন শিল্পী। সিঁড়ি থেকে পরে গিয়ে আহত জুবিন।

শিল্পীর টিমের তরফে জানানো হয়েছে, সিঁড়ি থেকে পরে গিয়েছেন তিনি। চোট লেগেছে কনুইয়ে। ভেঙেছে হাড়। আঘাত পেয়েছেন মাথায়ও। তবে এখন কেমন আছেন তিনি? সকলের প্রশ্ন এখন একটাই। পছন্দের গায়ককে নিয়ে আশঙ্কায় সময় পার করছেন সকলে।

জানা যাচ্ছে, ডান হাতে অপারেশন হবে জুবিনের। মুম্বইয়ের হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। বুকের পাঁজর ভেঙেছে শিল্পীর। চিকিৎসকরা প্রয়োজন অনুভব করছেন অস্ত্রোপচারের। ডান হাত একেবারেই নড়াচড়া করতে পারবেন না জুবিন, এমনই নির্দেশ মিলেছে।

শ্রোতাদের উপহার দিয়েছেন একাধিক গান। রোম্যান্টিক গানে কাঁদিয়েছেন অনেককে। কিন্তু তাঁর শারিরিক অবস্থা নিয়ে সেইভাবে কিছুই জানা যাচ্ছে না। কিছুদিন আগেই দুবাইতে অনুষ্ঠান করেছেন তিনি। হঠাৎ এহেন বিপদে ভেঙে পরেছেন শিল্পীর অনুরাগীরা।

প্রসঙ্গত, একসঙ্গে এতগুলো চোট লাগায় এখন খুব একটা ভাল নেই জুবিন। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Jubin nautiyal accident fall down from staircase