/indian-express-bangla/media/media_files/2025/01/29/3VPBqh3X6H9X2lKPX1Jg.jpg)
মহাকুম্ভে পৌঁছে পুণ্যস্নানের ইচ্ছেপ্রকাশ করতেই কটাক্ষ পরিচালক কবীর খানকে
Kabir khan At Maha Kumbh: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান করতে আসেন কোটি কোটি মানুষ। সাধারণের ভিড়ে মিশে যায় দেশ-বিদেশের সেলিব্রিটি ও রথী-মহারথীরা। মঙ্গলবার মহাকুম্ভে এসেছেন পরিচালক কবীর খান। পুণ্যস্নান করার ইচ্ছেপ্রকাশও করেছেন তিনি। মুসলিম সম্প্রদায়ভুক্ত কোনও ব্যক্তি হিন্দু রীতি মেনে মহাকুম্ভে পুণ্যস্নান করবেন? সংবাদমাধ্যমের তরফে কবীর খানকে প্রশ্ন করলে তিনি বলেন, 'এখানে হিন্দু-মুসলিমের কোনও ব্যাপার নেই। যদি নিজেকে এখন ভারতীয় মনে করেন তাহলেই আপনি সবকিছু মন থেকে করতে পারবেন।'
পরিচালক আরও বলেন, 'আমি খুব উত্তেজিত। ১২ বছরে মাত্র একবার এই সুযোগ আসে। এখানে আসার সুযোগ পাওয়াটা আমার সৌভাগ্য। আমি এখানে পুণ্যস্নানও করতে চাই। এর সঙ্গে হিন্দু-মুসলিমের কোনও যোগ নেই। এটি আমাদের দেশ, এই দেশের নাগরিক ও সভ্য সমাজের অংশ।' প্রসঙ্গত, বজরঙ্গি ভাইজান পরিচালনার পর দারুণ জনপ্রিয় হন পরিচালক। কবীর খানের প্রয়াগরাজ যাত্রার খবরে খুশি ভক্তরা। একইসঙ্গে মহাকুম্ভে কবীর খান পুণ্যস্নান করার ইচ্ছেপ্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় মুখ বেঁকিয়েছেন নেটিজেনদের একাংশ।
#WATCH | Prayagraj, UP: On his Maha Kumbh visit, Film Director Kabir Khan says "I am very excited. This happens once in 12 years. I feel fortunate to have come here. I will take a holy dip here too. These things are not about Hindus and Muslims, these are the things of our… pic.twitter.com/oXabr6I0NQ
— ANI (@ANI) January 28, 2025
এক ব্যক্তি খোঁচা মেরে লিখেছেন, 'মহাকুম্ভ শুধুমাত্র হিন্দুদের উৎসব।' অপর এক নেটিজেন মন্তব্য করেছেন, 'এটা কে? কারা ওনাকে আমন্ত্রণ করেছেন?' নেটপাড়ার এক সদস্য আবার লিখেছেন, 'এই রকম মানুষদের কুম্ভতে আসা কখনই উচিত নয়।' কবীর খানের পুণ্যস্নানকে আসন্ন ছবি প্রচারের অংশ বলেও মন্তব্য করেছেন নেটিজেনরা। কবীর খানের মতোই মহাকুম্ভে গিয়ে ট্রোলের শিকার হয়েছেন বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। মুম্বই বিমানবন্দরে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ক্যাজুয়াল ড্রেসে লেন্সবন্দি হতেই জানিয়েছেন, মহাকুম্ভে যাচ্ছেন।
সেখান থেকে প্যাপেদের জন্য প্রসাদ আনার প্রতিশ্রুতিও দিয়েছেন। এরপর পুনম আবার নিজেই জিজ্ঞাসা করেছেন, তাঁদের জন্য আর কিছু আনবেন কিনা। সেলেব পাপারাৎজ্জিৎরা উত্তরে বলেন, 'না না ধন্যবাদ'। পুনম পাণ্ডে আর মহাকুম্ভে পুণ্যস্নান, এ যেন হজম করতে সমস্যা হচ্ছে নেটনাগরিকদের একাংশের। সেলেব প্যাপ তাঁর ইনস্টা অ্যাকাউন্টে পুনের কুম্ভযাত্রার ভিডিও পোস্ট করতেই নেটিজেনরা খোঁচা মেরে লিখেছেন, 'নাগী বাবা', কেউ আবার বলেছেন, 'ওই জায়গাটাকে নোংরা করো না। মন থেকে স্নান কর।'
পুনম পাণ্ডেকে কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, 'যত যাই করো পাপ কোনওদিন সাফ হবে না।' 'ওখানে গিয়ে সব জল কালো করে আসব' বলেও মন্তব্য করেছেন নেটপাড়ার এক সদস্য। সর্বদা যাকে খোলামেলা পোশাকে দেখা যায় সেই পুনমকে সাবধান করে এক ব্যক্তি লিখেছেন, 'কাপড় পরে ডুব দিও।'