/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/kabir-singh-759-5.jpg)
ছবিতে কবীর সিং-এর ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ কাপুর
‘কবীর সিং’ তেলুগু ব্লকবাস্টার 'অর্জুন রেড্ডি’-র হিন্দি রিমেক। প্রথম দিনের শেষেই শাহিদ কাপুর ও কিয়ারা আদবানির ছবি কবীর বক্সঅফিসে ভাল ফল করেছে। ২০.২১ কোটি টাকা আয় করেছে এই ছবি। শাহিদ কাপুরের ছবির এটাই সবথেকে বড় ওপেনিং। আর দুদিনের মধ্যেই ৫০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি।
তেলুগু ‘অর্জুন রেড্ডি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা। তাঁর বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে।এই আধুনিক দেবদাসের মেকওভার ছবিটি দেশ জুড়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে। ছবির কেন্দ্রীয় চরিত্র একজন ডাক্তার, যিনি প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর আত্মধ্বংসের পথে চলতে থাকেন। ‘অর্জুন রেড্ডি’ ছবিটি প্রশংসা কুড়িয়েছিল ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলিরও।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন ছবির বক্সঅফিসের আয়।
#KabirSingh is terrific on Day 1... Emerges Shahid Kapoor’s biggest opener
#Padmaavat: ₹ 19 cr>... Biggest *non-holiday* opening day of 2019 #TotalDhamaal: ₹ 16.50 cr>... Is a craze amongst the youth... Fri ₹ 20.21 cr. India biz. — taran adarsh (@taran_adarsh) June 22, 2019
ধর্মা প্রোডাকশনের এই ছবি পরিচালনা করেছেন সন্দীপ ভাঙ্গা। তিনি ‘অর্জুন রেড্ডি’রও পরিচালক। এদিকে কবীর সিং ছাড়াও ঊর্বশী ঊর্বশী- সিঙ্গেলসে সম্প্রতি দেখা গেছে শাহিদ কাপুর ও কিয়ারা আদবানিকে।