Kabir Suman: দেহদানের ইচ্ছে প্রকাশ করেও পাল্টি খেলেন? রমজান মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত কবীর সুমনের...

Kabir suman news: রমজান শুরু হয়েছে একথা অনেকেই জানেন। তাই, এই পবিত্র মাসে যখন সবকিছুকেই আল্লাহর ইচ্ছে হিসেবে ধরা হয়, ঠিক তখন নিজের পাল্টে ফেলা ইচ্ছের কথা সকলের সামনে আনলেন তিনি।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Kabir suman posted on Facebook he wants his last rites as islamic way

kabir Suman: শেষকৃত্য নিয়ে কী বলছেন কবীর? Photograph: (Instagram)

Kabir Suman Facebook Posts: কবীর সুমন, এই মানুষটি কখন যে কী করেন বোঝা সম্ভব না। তিনি সমাজ মাধ্যমে যেমন ভালবাসার কথা প্রকাশ্যে বলেন, ঠিক তেমনই এবার নিজের শেষ সময়ের কথাও সকলের সামনে জানিয়েছেন। ইচ্ছে প্রকাশ করতেও যেমন তিনি দ্বিধাবোধ করেন না, তেমন ইচ্ছে পাল্টে ফেললেও তিনি সকলের সামনে সেটা জানিয়ে দেন।

Advertisment

রমজান শুরু হয়েছে একথা অনেকেই জানেন। তাই, এই পবিত্র মাসে যখন সবকিছুকেই আল্লাহর ইচ্ছে হিসেবে ধরা হয়, ঠিক তখন নিজের পাল্টে ফেলা ইচ্ছের কথা সকলের সামনে আনলেন তিনি। একসময় নিজের দেহ দান করার কথা ঘোষণা করেছিলেন নিজেই। কিন্তু সেই গুড়ে বালি। বরং, এবার তিনি সিদ্ধান্তে বদল এনেছেন। সকলকে জানিয়ে কী পোস্ট করেছেন তিনি?

প্রসঙ্গে, কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে নতুন করে প্রেমে পড়েছেন তিনি। ভালবাসার বন্ধনে জুড়েছেন আবারও। সেই খবর নিজেই জানিয়েছেন। আর এবার, জীবনের শেষ সময়টা কী করতে চান, সেকথাও পোস্ট করে জানিয়েছেন। কবীর সুমন সমাজ মাধ্যমে লিখছেন...

"রমজান মোবারক! সকলকে জানাতে চাই। কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম - আমি আমার দেহ দান করেছি, কোনও ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত  পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না। আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।"

Advertisment

 

কিছুদিন তিনি সমাজ মাধ্যম থেকে দূরে ছিলেন। তাই তাঁর এই পোস্ট নিজের করা কিনা, সেই প্রসঙ্গে জানতে চেয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর কাছে ফোন করা হয়েছিল, তিনি জানান, হ্যাঁ! আমি কিছুদিন ফেসবুক বন্ধ করেছিলাম, তবে আবার ফিরে এসেছি। আর এই পোস্টটা আমারই করা। এবং তিনি তাঁর সমাজ মাধ্যমের পোস্টের শেষে লিখেছেন..

"আমার এই ঘোষণা বিষয়ে কারুর কোনও মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।"

tollywood Kabir Suman entertainment Entertainment News tollywood news Entertainment News Today