সেই এক পুরনো গল্প, কিন্তু আজও বাঙালি কেঁদে ওঠে সেই দৃশ্য দেখে। এ যে কাবুলিওয়ালা এবং মিনির গল্প! ১৯৫৭ সালে তপন সিনহা পরিচালিত কাবুলিওয়ালা ছবিতে কাজ করেছিলেন টিংকু ঠাকুর এবং ছবি বিশ্বাস।
Advertisment
এবার, আবারও বড়পর্দায় আসতে চলেছে কাবুলিওয়ালা। অনুমেঘা রয়েছেন মিনির চরিত্রে। এবং মিঠুন চক্রবর্তী রয়েছেন কাবুলিওয়ালা হিসেবে। কিন্তু! টিংকু ঠাকুর বেজায় প্রশংসা পেয়েছিলেন মিনির চরিত্রে। একেই রবিঠাকুরের সৃষ্ট চরিত্র, সেই মিনিকেই মনে রেখেছেন সকলে। আর ফের যখন একবার এই ছবি পর্দায় আসতে চলেছে, তখন টিংকুর পরিবারের কী মতামত?
তাঁর দিদি শর্মিলা ঠাকুর। অভিনেত্রী, নিজের দক্ষতায় বহুবার কাঁপিয়েছেন সিলভার স্ক্রিন। সিনেমায় অভিষেক হয়েছিল সত্যজিৎ রায়ের হাত ধরে অপুর সংসার ছবিতে। তারপর, আর পেছনে ফিরে তাকাতে হয় নি। আর আজ যখন, ফের কাবুলিওয়ালা রিলিজ করছে তখন তিনি কী বললেন?
অভিনেত্রীর কথায়, আমি ট্রেলার দেখে মুগ্ধ। আর মিঠুন, আমার ভাষা নেই। যেভাবে ও অভিনয় করেছে আমি চমকে গিয়েছি। যেমন সুন্দর সব শট, তেমন সুন্দর সব দৃশ্যপট, সুমন দারুণ পরিচালনা করেছে। আমার মনে পড়ে যাচ্ছে সেই পুরোনো ছবির কথা। ছবি বিশ্বাস, আমার খুব কাছের ছিলেন। আর টিংকু আমার বোন, সে তো বাংলার হার্টথ্রব ছিল। আমি সত্যিই অপেক্ষা করছি ছবিটি দেখার জন্য। আশা করছি পরিচালক অনেক কিছু নতুন করে উপহার দেবে।
প্রসঙ্গত, মিঠুন জানিয়েছিলেন, এমন একটি চরিত্র যাতে ছবি বিশ্বাস কাজ করেছেন, সেটিতে অভিনয় করার মত সাহস দেখানোর ইচ্ছে তাঁর ছিল না। বরং, তাঁকে একরকম জোর করেই এই কাজ করানো হয়েছে। অন্যদিকে রয়েছেন অনুমেঘা। সেও এই চরিত্রে অভিনয় করে বেশ খুশি।