মিঠুন চক্রবর্তী তাও আবার কাবুলিওয়ালার চরিত্রে। চিরাচরিত সেই পুরোনো ছবি বিশ্বাসের জায়গায় এবার মিঠুন কামাল করতে পারেন কিনা সেটাই দেখার। ছবির শুটিং শুরু হয়েছে কলকাতায়। মিনি এবং তাঁর রহমতের গল্প, রবিঠাকুরের এই মাস্টারপিস সবসময়ই মনের কাছের।
এবার, সেই পুরোনো গল্পেই নতুন রূপদান করতে চলেছেন মিঠুন এবং তাঁর দলবল। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকারের মত অভিনেতারা থাকছেন। যতদূর সম্ভব, মিনির চরিত্রে থাকছেন অনুমেঘা। সেই ছবির শুটিং উপলক্ষেই বেছে নেওয়া হয়েছিল আফগানিস্তান এবং তাজাকিস্তনকে। কারণ, গল্পের প্রেক্ষাপট দেখলে সেই দূর দেশের নানা জায়গাই ভেসে ওঠে মানুষের মনে।
অথেন্টিক একটা ভাইব দেওয়া খুব জরুরী এই ছবির ক্ষেত্রে। সেকারণেই, প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট, পরিস্থিতি এবং নানা অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তে বদল আনা হয়েছে। কানাঘুষো খবর, ছবির আউটডোর শুটিং হবে কার্গিলে। দেশের মধ্যেই বাকি শুটিং শেষ হবে। বাইরে যাওয়ার চিন্তায় বদল এনেছেন নির্মাতারা।
উল্লেখ্য, শুধুই রাজনৈতিক পরিস্থিতি নয়। মিঠুনের শরীরের কথা চিন্তা করেও কিছুটা এই সিদ্ধান্তে অটল নির্মাতারা। ছবির শুটিং শুরু হয়েছে। সামনের মাসেই আউটডোর শুটিং শুরু হওয়ার কথা। নতুন কাবুলিওয়ালা এবং মিনিকে দেখতে আগ্রহী বেশিরভাগই।