Advertisment
Presenting Partner
Desktop GIF

'শুধু হিন্দিতে গান, কন্নড় নেই কেন?' মঞ্চে 'বেধড়ক মার' গায়ক কৈলাস খেরকে!

ইতিমধ্যেই দোষীরা গ্রেপ্তার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kailash Kher, Kailash Kher show, কৈলাস খের, আক্রান্ত কৈলাস খের, বলিউডের খবর

শো করতে গিয়ে আক্রান্ত কৈলাস খের

চলছে লাইভ পারফরম্যান্স। মঞ্চে কণ্ঠ ছেড়ে একের পর এক গান গেয়ে চলেছেন কৈলাস খের। তার মাঝেই আচমকা আক্রমণ। উড়ে এল একাধিক বোতল!

Advertisment

আক্রমণ করা হল কৈলাস খেরকে। সম্প্রতি কর্ণাটকের হাম্পিতে সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কৈলাস। বলিউড গায়কের জন্য মারাত্মক ভীড় হয়। তবে পারফরম্যান্সের মাঝেই আক্রমণের শিকার হতে হল কৈলাসকে। প্রত্যক্ষদর্শীদের কথায়, একের পর একা হিন্দি গান গাইছিলেন তিনি। আর ঠিক সেই বিষয়টিই ভাল মনে মেনে নেননি দর্শকের একাংশ।

আক্রমণকারীদের অভিযোগ, কন্নড় ভাষায় গান না গেয়ে শুধু হিন্দিতে গান গাইছেন কেন? এমন প্রশ্ন তুলে মঞ্চে গায়ককে উদ্দেশ্য করে বোতল ছুঁড়তেও বাকি রাখেনি তারা। তবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে একমনে গান গেয়ে যান কৈলাস।

<আরও পড়ুন: ৫ দিনে ৫০০ কোটির রেকর্ড! মন্নতের ছাদে প্রথমবার কেলেঙ্কারি কাণ্ড ‘পাঠান’ শাহরুখের>

অন্যদিকে, লাইভ পারফরম্যান্সের মাঝে যারা কৈলাস খেরকে আঘাত করার চেষ্টা করেছে, সেই দোষীদের ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, সেই দিনের অনুষ্ঠানের কিছু ঝলক নেটদুনিয়ায় শেয়ারও করেছিলেন কৈলাস। যার কমেন্টবক্সেও একাংশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের কথায়, 'হাম্পির শো-টা মোটেই ভাল হয়নি। সবথেকে খারাপ পারফরম্যান্স।'

Kailash Kher karnataka bollywood Entertainment News
Advertisment