Kailash kher: 'সংগীতের নামে ভেলপুরী বিক্রি করছে', গানের রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক কৈলাস খের

Kailash On Music Reality show: সংগীতের রিয়্যালিটি শো নিয়ে সুর চড়ালেন কৈলাস খের। সংগীতসাধনার সঙ্গে এই শোয়ের কোনও যোগ নেই বলে মন্তব্য করলেন গায়ক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kailash Kher,Kailash Kher life, Kailash Kher songs, bollywood news, কৈলাস খের, বলিউডের খবর

এই রিয়্যালিটি শো-গুলো সংগীতের নামে ব্যবসা করছে: কৈলাস খের

Kailash kher On Music Reality show: আট থেকে ৮০,  গানের রিয়্যালিটি শোয়ের প্রতি একটা অমোঘ আকর্ষণ। সেরার সেরা প্রতিভাকে বেছে নেন খ্যাতনামা বিচারকরা। সংগীতের রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে উঠে আসে নতুন প্রতিভা। এমন অনেক নিদর্শন রয়েছে যাঁরা এই ধরনের রিয়্যালিটি শো থেকেই আজ সংগীতের দুনিয়ায় প্রথম সারির শিল্পী হিসেবে মুম্বইয়ে আধিপত্য বিস্তার করেছেন। এবার এই রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক কৈলাস খের।

Advertisment

তাঁর মতে, সংগীতের নামে এখানে ভেলপুরী বিক্রি করা হয়। জয়পুরে অনুষ্ঠিত সাহিত্য উৎসব 'তেরি দিওয়ানি: শব্দ কে পার'-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাস খের। সেখানেই তাঁকে সঞ্চালক প্রশ্ন করেন, আজকাল যখন রিয়্যালিটি শোয়ের বাড়বাড়ন্ত তখন তাঁকে কেন বিচারকের আসনে দেখা যাচ্ছে না? এই প্রশ্ন শুনেই যেন একেবারে ক্ষোভে ফেটে পড়েন শিল্পী। 

কৈলাস খের সুর চড়িয়ে বলেন, 'এই রিয়্যালিটি শো-গুলো সংগীতের নামে ব্যবসা করছে। বড় বড় সংস্থাগুলো বিনিয়োগ করছে বলেই এটা সম্ভব হচ্ছে। রিয়্যালিটি শো-গুলো তো শুধুমাত্র সিনেমার গানের ভিত্তিতেই  হয়ে থাকে। ফিল্মি গান ছাড়া আর কিছুই হয় না। সংগীতসাধনার সঙ্গে কোনও যোগ নেই। এর মধ্যে দুই শতাংশ রয়েছে যারা সংগীতের রিয়্যালিটি শোয়ের নামে ভেলপুরি বিক্রি করছে।' উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে সংগীতের রিয়্যালিটি শো নিয়ে প্রায় একইরকম মন্তব্য করেছিলেন অমিত কুমার। 

তিনি অভিযোগ করেছিলেন, মোটা টাকার বিনিময়ে বিচারকরা প্রতিযোগীদের ভুঁয়োশি প্রশংসা করেন। ক্যামেরার সামনে কেঁদে ফেলাটাও চিত্রনাট্যেরই অংশ। রিয়্যালিটি শোয়ের নিন্দা করেছেন সুনিধি চৌহানও। এবার সেই তালিকার নয়া সংযোজন কৈলাস খের। প্রসঙ্গত, বিগত দুই দশকের বেশি সময় বিনোদন জগতে রিয়্যালিটি শোয়ের রমরমা। 

Advertisment

'ইন্ডিয়ান আইডল' থেকে 'ফেম গুরুকল', 'জিসারেগামাপা' -র মতো জনপ্রিয় রিয়্যালিটি শো-গুলো দর্শকের দরবারে দারুণ জনপ্রিয়। কিন্তু, বর্তমানে এই রিয়্যালিটি শোয়ের মান অনেক কমেছে। একটা সময় অরিজিৎ সিং, মোনালি ঠাকুরের মতো আজকের প্রতিষ্ঠিত শিল্পীরা এই রিয়্যালিটি শো থেকেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। উল্লেখ্য, ২০০৯-এ ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসনে দেখা গিয়েছিল কৈলাস খেরকে। এরপর এই রিয়্যালিটি শো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। 

bollywood movie bollywoood music reality show Bollywood News Bollywood Song Kailash Kher