/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/kajal.jpg)
দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন 'সিংঘম' অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Aggarwal)। শুক্রবার সন্ধেয় মুম্বইয়ের তাজমহল প্যালেসে বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হল। সাক্ষী বলতে পরিবারের লোকজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। আমন্ত্রিতদের তালিকাও তৈরি হয়েছিল বেশ মাপ-জোক করে। নেপথ্যের কারণ অতিমারী আবহ।
কনে সাজে কাজলকেও দিব্যি লাগছিল দেখতে। পরনে লাল-সোনালি রঙের লেহেঙ্গা-চোলি। মাথায় সোনার মাথাপট্টি। হাতে চূড়া। কাজলের পোশাকের সঙ্গে মানিয়ে অফ-হোটাইট রঙের শেরওয়ানিতে সেজেছিলেন গৌতম কিচলু। চলতি মাসের শুরুতেই বিয়ের ঘোষণা করেছিলেন অভিনেত্রী। তবে পাত্রটি কে? সেই সম্পর্কে তখনও কোনও ইঙ্গিত দেননি। অবশেষে বিয়ের মাত্র দিন চারেক আগে দশেরার দিন প্রেমিক তথা হবু বর গৌতম কিচলুর সঙ্গে পরিচয় করান কাজল।
কে এই গৌতম কিচলু? কাজল আগরওয়ালের স্বামী পেশায় একজন ব্যবসায়ী। ইন্টিরিওর ডিজাইনার এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের কর্তা। প্রসঙ্গত, দিন দুয়েক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কাজল আগরওয়ালের গায়ে হলুদ, মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠানের ছবি। কাজল মূলত দক্ষিণী ছবির অভিনেত্রী হলেও অজয় দেবগণের বিপরীতে 'সিংঘম'-এ অভিনয় করার পর থেকেই বলিউডেও বেশ জনপ্রিয়তা লাভ করেন।
দেখুন কাজলের বিয়ের ছবি।
View this post on InstagramCalm before the storm ????#kajgautkitched
A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on