scorecardresearch

‘পুরো দ্বিতীয় করণ জোহর!’ পুরুষ-বন্ধুকে জাপটে ধরে কাজল কন্যা নাইসা, ধেয়ে এল ট্রোল

আবার শিরোনামে নাইসা, ‘মা জানেন?’… কী উত্তর এল তাঁর তরফে

kajol, kajol bollywood, kajol b town actress, kajol news update, kajol daughter, kajol daughter nysa, bollywood news, bollywood news latest
কাজল-কন্যা নাইসা

মা কাজলের সঙ্গে অভব্য আচরণ নজর এড়ায়নি কারওর। রেড কার্পেটে একটা বেশি ফটো তুলতেও নারাজ নাইসা। বরং মুখ বেজার করে এড়িয়ে গেল সে। এরপরেই উড়ে গেলেন মরুর দেশে। পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়েই ছুটি কাটাতে গিয়েছেন নাইসা।

পরনে ফ্লোরাল পোশাক, গায়ে চাদর-উটের পিঠে উঠলেন নাইসা। জড়িয়ে ধরে রাখলেন বন্ধুকে। আবেগী এই মুহূর্তের ছবি ফ্রেমবন্দি। শুধু তাই নয়, সেই ছবি ওরহান শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়। কাজল-কন্যার এই ছবি দেখে বাঁকা চোখে তাকিয়েছেন অনেকেই। কিন্তু ঘুরতে কোথায় গিয়েছেন তিনি? দেশে নাকি বিদেশে?

কিয়ারা সিদ্ধার্থের বিয়ে হয়েছিল যেই প্রাসাদে, সেই সূর্যগড়েই গিয়েছেন তিনি। বন্ধুদের অনেকেই তাঁর সঙ্গে গিয়েছেন। একা দুজনে যান নি। রাত্রিবেলা জলসা বসিয়েছিলেন সকলে। নানান মুহূর্তের ছবি শেয়ার করেছেন তাঁরা। দুজনে প্রেম করছেন? আপনার সম্পর্কের কথা তো অজানা ছিল…নানান প্রশ্ন ধেয়ে এসেছে তাঁর দিকে।

উল্লেখ্য, মাঝেমধ্যেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন নাইসা। কখনও মদ্যপ অবস্থায় আবার কখনও বন্ধুদের সঙ্গে তাঁকে দেখা যায়। সেই নিয়েও নেটপাড়ার মানুষের বক্তব্য কম নয়। আবার কখনও তাঁর চেহারা ছবি নিয়েও নানান মন্তব্য শোনা যেত। খোলামেলা পোশাক থেকে মেকআপ, সবসময়ই চর্চায় কাজল কন্যা নাইসা।

তবে, এই ছবি দেখে মোটেই খুশি নন অনেকেই। নাইসার পুরুষ বন্ধুর উদ্দেশ্যে ধেয়ে এল নানান প্রশ্ন। কেউ বললেন, ভাই আপনি কি করেন? আবার কেউ বললেন, কোথা থেকে জুটলেন? আবার কারওর কথায়, দ্বিতীয় করণ জোহর।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kajal daughter nysa devgan with her male friend orhan vacay mode