Advertisment

'রাজনীতিবিদরা বেশিরভাগ অশিক্ষিত!' দেশের উন্নয়নে বাধা...বিস্ফোরক কাজল

কাজলের মন্তব্য ঘিরে তোলপাড়! অভিনেত্রীকে কটাক্ষ নেটপাড়ার

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kajol, kajol bollywood, kajol in lust stories, lust stories 2, kajol accused politicians, কাজল, কাজল বলিউড, বলিউড, টলিউড, টেলিভিশন অভিনেতা, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

কাজলের মন্তব্য

নিজে স্কুল পাশ করেননি, আর দেশের রাজনীতিকদের নিয়ে এহেন মন্তব্য? কাজলের ওপর রেগে আগুন দেশের একাংশ। সম্প্রতি, নিজের এক সাক্ষাৎকারে এমন কিছু বলে বসলেন তিনি যে তারপর থেকেই শোরগোল তুঙ্গে।

Advertisment

কেরিয়ারে এখন ছক্কা হাঁকাতে ব্যস্ত অভিনেত্রী। একের পর এক ওয়েব সিরিজ, তাঁর সঙ্গে অনবদ্য পারফরমেন্স। কিন্তু, নারী ক্ষমতায়নের কথা বলতে গিয়েই তিনি দেশের রাজনীতিকদের নিয়ে এমন কিছু বলে বসবেন, আশাও করেননি ভক্তরা। ভারতের মত দেশে উন্নয়ন এবং পরিবর্তন খুবই ধীরগতির, কিন্তু কেন? কাজল এর কারণ ব্যাখ্যা করতে গিয়েই আঙ্গুল তুললেন সংস্কৃতি, ঐতিহ্য এবং রাজনীতির ওপর। বললেন...

"বিশেষ করে ভারতের মত দেশে খুব ধীরগতিতে উন্নয়ন হয় তাঁর কারণ, আমরা খুব ঐতিহ্যর সঙ্গে জড়িত। সময়ের সঙ্গে সবকিছু পরিবর্তিত হয় না আমাদের মধ্যে এবং সঙ্গে শিক্ষা অবশ্যই। আমাদের চারপাশে, এমন কিছু নেতা মন্ত্রী দেশ চালান যাদের প্রাথমিক শিক্ষা টুকু নেই। তাহলে দেশের প্রয়োজনীয়তা কী করে বুঝতে পারবে তারা? আমার কিছু করার নেই কিন্তু এটা বলতে আমি বাধ্য হলাম।"

দেশ চালাচ্ছেন তাঁরা কিন্তু দূরদর্শিতা নেই। নানা বিষয়ে কোনও অভিজ্ঞতা নেই। কাজল আরও বললেন, "তাঁরা সবকিছু দৃষ্টি দিয়ে বিচার করতে পারেন না। প্রাথমিক শিক্ষা না থাকলে, দেশ চালানো কিংবা প্রয়োজন বোঝা সম্ভব নয়। শিক্ষা মানুষকে ভিন্ন দৃষ্টি ভঙ্গি দান করে।

উল্লেখ্য, কাজলের একথা শোনার পরেই রেগে আগুন রাজনীতিপ্রেমীরা। কাজল নিজে স্কুলের গণ্ডি পেরননি। পড়াশোনায় অষ্টরম্ভা অভিনেত্রী, এহেন অভিযোগ এনেছেন তাঁরা। আবার কেউ বললেন, চারটি ইংরেজি বললেই শিক্ষিত প্রমাণ হয় না।

bollywood kajol Entertainment News
Advertisment