'বার ড্যান্সার! অদ্ভুত গোছের…', মা কাজলকে উপেক্ষা করতেই কটাক্ষের শিকার কন্যা নাইসা

কাজল কন্যার সাজ দেখে অদ্ভুত বলছে নেটপাড়া!

কাজল কন্যার সাজ দেখে অদ্ভুত বলছে নেটপাড়া!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kajo, kajol bollywood, kajol latest news, kajol daughter nysa, bollywood news, bollywood latest update, কাজল বলিউড, কাজলের খবর, kajol daughter controversy

বিতর্কে কাজল-কন্যা

স্টারকিডদের নিয়ে সমালোচনার শেষ নেই। কখনও তাদের অভিনয় আবার কখনও পোশাক, কিংবা তাঁদের আচরণ...লাইমলাইটে থাকলেও বেশিরভাগ সময়েই ট্রোল হতে থাকেন তাঁরা। এবার সেই তালিকায় জুড়লেন কাজল এবং অজয় দেবগণ কন্যা নাইসা দেবগণ।

Advertisment

মায়ের সঙ্গে মুম্বাইয়ের জমজমাটি আসরে এসেছিলেন তিনি। পরনে সিলভার ডটেড গাউন, ডার্ক মেকাপ সঙ্গে মাথাপট্টি... কাজলের সাজে মুগ্ধ হলেও মেয়ের সাজে একেবারেই মন গলেনি দর্শকদের। তাঁর সঙ্গে আবার মায়ের কথা না শুনে পাশ কাটিয়ে চলেও গেলেন। সবমিলিয়ে নাইসা একেবারেই ফেল বলা যেতে পারে। রেড কার্পেটে মায়ের কথামত দাঁড়িয়ে একটার বেশি দুটি ছবি তুললেন না। উল্টে মুখ বেজার করে সেখান থেকে চলে গেলেন।

সেইসময় রেড কার্পেটে ছিলেন রেখাও। তিনজনে একসঙ্গে ছবি তুললেও কাজলের কথামত সোলো ছবি তুলতে রাজি নন নাইসা। তাই তো, মাকে মানা করেই সেখানে আর একমুহুর্ত দাঁড়ালেন না। ফলেই আবার তুলনা টানলেন অনেকে। কেউ বললেন, গতকাল সলমনের কথা রাখতেই আরিয়ান একমুহুর্ত সময় নষ্ট না করে চলে এসেছিলেন। আবার কেউ বললেন, আরাধ্যাও মায়ের সঙ্গে সবসময় সঙ্গ দেন। কিন্তু শুধু যে তাঁর আচরণ এমনটা নয়। বরং নাইসার সাজ পোশাক নিয়েও উঠল প্রশ্ন!

Advertisment

বার ড্যান্সার! সস্তা লাগছে! এত্ত মেকাপ! অভিনেত্রীর মেয়েকে নিয়ে কটু মন্তব্য করতে বাকি রাখলেন না কেউই। আবার কেউ বললেন, কাজলের মেয়েকে প্রথম থেকেই একটু অদ্ভুত লাগে। বরং মায়ের সঙ্গে তুলনা টেনে তাদের বক্তব্য, মা এখনও যা সুন্দর...মেয়ে তাঁর ধারেকাছে না। আবার কেউ বললেন, মায়ের কিছুই পায়নি মেয়ে, অজয় দেবগনের রেপ্লিকা পুরো।

bollywood Entertainment News