Advertisment

Kajol : এতবছরের কেরিয়ারে পলিসি ব্রেক, অনস্ক্রিন চুমু খেলেন কাজল!

অন্তরঙ্গ দৃশ্যের পর এবার সোজা চুমু!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kajol, kajol lust stories, kajol kissing scene, kajol news, kajol update, kajol bollywood news, kajol kissed in web series, কাজল, চুমু খেলেন কাজল, kajol news on kiss, টলিউডের খবর টলিউড, bollywood update, tollywood news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

কাজল

অভিনয়ের প্রয়োজনে চুমু খাওয়া খুব স্বাভাবিক। কিন্তু, অভিনেত্রী যখন কাজল, তখন এটি একটি হলেও অবিশ্বাস্য। শাহরুখ কাজল জুটির রোমান্সের সময়ওআজ পর্যন্ত কিং খানকে চুমু খাননি তিনি। কিন্তু, এবার সেই নিয়ম তিনি ভাঙলেন।

Advertisment

কাজল, প্রায় বছর ৩০ এর কেরিয়ার। সেই কেরিয়ারে রোমান্টিক দৃশ্যে অভিনয় করলে নিজের নো কিসিং পলিসিতে বেজায় ডুবে ছিলেন তিনি। যেখানে রোমান্স কিং এর সঙ্গে আজ অবধি এমন কোনও দৃশ্যে তাকে দেখা যায়নি। সেখানে, এবার নিজের প্রথম ওয়েব সিরিজের জন্যই অনস্ক্রিন চুমু খেলেন তিনি। 'লাস্ট স্টোরিজ ২'-এ কুমুদ মিশ্রর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে, এবার যেন বাঁধা ভেঙেই সাহসী কাজ করলেন তিনি।

আরও পড়ুন < চলন্ত গাড়িতে, অন্ধকারে-ফ্ল্যাশ লাইট জ্বেলে… নিককে দিয়ে আর কী কী করাবেন প্রিয়াঙ্কা! >

যীশুর সঙ্গেই প্রথম ওয়েব সিরিজে কাজ করলেন কাজল। 'দ্যা ট্রায়ালে' একজন আইনজীবির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানেই, আরেক পার্শ্ব চরিত্র আলির সঙ্গেই চুম্বন দৃশ্যে দেখা যায় কাজলকে। দীর্ঘদিনের নিয়ম ভাঙলেন তিনি। সূত্রের খবর, বেশ বিলাসবহুল একটি হোটেলে এই দৃশ্যের শুটিং হয়। শুধু তাই নয়, পরিচালক এমনও জানতে চান যে ক্লোজড শট প্রয়োজন নাকি না। অর্থাৎ, কম মানুষের উপস্থিতিতে শুটিং করবেন? যদিও, এই দৃশ্যের জন্য বিশেষ কোনও প্রস্তুতি নেননি কেউই। শুধু কিছু সময়ের জন্য রিহার্সাল তারপরেই পর্দায় ফুটে ওঠে এই দৃশ্য।

আরও পড়ুন < ব্যক্তিগত জীবনে ‘মা’ শব্দটার প্রভাব খুব একটা নেই : ‘রামপ্রসাদ’ সব্যসাচী চৌধুরী >

শুধু, এই দৃশ্যটি সম্পন্ন হওয়ার পর মনিটরে দেখতে গিয়েছিলেন দুজনেই। ব্যাস! আর কোনও সমস্যাই হয়নি। বর্তমানে, শাড়ি পড়ে রোমান্টিক গানের দৃশ্য বেশ মিস করছেন তিনি। বলেন, শিফনের শাড়ি পরে শাহরুখের সঙ্গে রোমান্টিক গানে শুটিং করতে চাই তবে অবশ্যই গরম কালে।

bollywood kajol Entertainment News
Advertisment