/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/kajol1.jpg)
কাজলের নতুন দিক প্রকাশ পেল?
আর পাঁচজন বন্ধু যদি কাজলের মত হন, তাহলে সমস্যা থাকার কথা না নিশ্চই! কেন? কারণ! অভিনেত্রী যেভাবে প্রতিটা বন্ধুকে বিশেষ কিছু মনে করাতে চান তাতে, সেটি অনবদ্য।
এমনিও তারকাসুলভ আচরণ তাঁর নেই। বরং, কাজলের কান্ডকীর্তি দেখলে না হেসে উপায় নেই। মাঝেমধ্যে যদিও বা সোশ্যাল মিডিয়ায় সঠিক কথাও বলেন। আর আজও ঠিক তাই করলেন। এমন কিছু বললেন যা যেকোনও মানুষকে নাড়া দিয়ে যাবে। তাঁকে নিজের অস্তিত্ব নিয়ে বুঝতে সাহায্য করবে।
কাজল, নিজের সোশ্যাল মিডিয়া খুব অগোছালো রাখতে ভালবাসেন। চেষ্টা করেন তিনি নিজে আসলে যা, সেটাই যেন সকলের সামনে ধরতে পারেন। কাজল ইন্সটাগ্রামে মানুষের ব্যক্তিগত জীবনে কারওর গুরুত্ব নিয়েই সওয়াল জবাব করলেন। যেখানে তাঁকে প্রশ্ন করতে দেখা গেল...
তারপর? জন্মদিনে তো নিশ্চই অনেক বার্থডে কার্ড পাও? কিন্তু এরপর? যেই বেলুন চুপসে যায়, কেক একদম মাখামাখি, তখন কী হয়? কেউ খোঁজ নেয় আপনার? কারা নেয়? এরপরই আসল কথা বলেন কাজল। নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন। তিনি লিখছেন...
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/image_24b0b5.png)
এই যে আমি! আমি তারপর খোঁজ নি। আমি দেরি করি না জন্মদিনের শুভেচ্ছা জানাতে, আমি একটু বেশি সেনসিটিভ। অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নানা জল্পনা। কাকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কাজল তো কাজল, সে নিজেকে নিয়ে যেমন মজা করতে পারে তেমনই সকলকে নিয়ে হাসির খোরাক করতেও দেখা যায়।
উল্লেখ্য, কাজলকে দেখা গিয়েছে ট্রায়াল ওয়েব সিরিজে। কৃতী শ্যাননের সঙ্গে তাঁকে দেখা যেতে চলেছে দো পত্তি ছবিতে।