Kajol Pregnancy: মা হতে চলেছেন কাজল, ন'মাসের প্রেগন্যান্সি জার্নি শেয়ার করে কী লিখলেন অভিনেত্রী?

Kajol Pregnant: প্রথমমাসে তো বুঝতেই পারেননি তিনি অন্তঃসত্ত্বা। ন'মাসের গর্ভাবস্থার জার্নি শেয়ার করলেন অভিনেত্রী কাজল। দেখুন সেই ভিডিও। সেই সঙ্গে আরও একটি মজার ভিডিও শেয়ার করেছেন।

Kajol Pregnant: প্রথমমাসে তো বুঝতেই পারেননি তিনি অন্তঃসত্ত্বা। ন'মাসের গর্ভাবস্থার জার্নি শেয়ার করলেন অভিনেত্রী কাজল। দেখুন সেই ভিডিও। সেই সঙ্গে আরও একটি মজার ভিডিও শেয়ার করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ন'মাসের প্রেগন্যান্সি জার্নি শেয়ার করলেন কাজল

ন'মাসের প্রেগন্যান্সি জার্নি শেয়ার করলেন কাজল

kajol Srivastava Pregnant: বিনোদন জগতে একদিকে যেমন রয়েছে খারাপ খবর, রুপোলি পর্দার সেলেবরা করোনা আক্রান্ত হচ্ছেন, ছোট পর্দার অভিনেত্রী দীপিকা কাকর স্টেজ ২ ক্যানসারে আক্রান্ত। এইসবের মাঝেও রয়েছে মন ভাল করা খবর। সন্তানসম্ভবা শ্বশুরাল সিমর কা খ্যাত অভিনেত্রী কাজল শ্রীবাস্তব। কাজল ও তাঁর স্বামী অঙ্কিত খারে ছ'বছর আগে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। প্রথমবার মা-বাবা হতে চলেছেন, সেই আনন্দে গা ভাসিয়েছেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে প্রেগন্যান্সি জার্নির মিষ্টি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী কাজল।

Advertisment

Advertisment

 ন'মাসের গর্ভাবস্থার অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রত্যেক মাসের বেবি বাম্পের ভিডিও পোস্ট করে জীবনের বিশেষ মুহূর্তটাকে সেলিব্রেট করেছেন কাজল। তবে মজার বিষয় প্রথম মাসে বুঝতেই পারেননি তিনি মা হতে চলেছেন। আরও একটি মজার ক্লিপিং শেয়ার করেছেন কাজল। মালদীপ ঘুরতে যাচ্ছিলেন আর ভগবান তাঁদের নিয়ে গেলেন পেরেন্টহুডে। জীবনের অন্যতম সেরা মুহূর্ত ভগবান উপহার দিয়েছেন, আর সেই আনন্দটাই এখন চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী।

আরও পড়ুন পাক শিল্পীরা ভারতে নিষিদ্ধ, বাংলাদেশের ক্ষেত্রে তো এখনও সেই সমস্যা তৈরি হয়নি: কৌশিক গঙ্গোপাধ্যায়

 ২০১৯-এর ২৩ ফেব্রুয়ারি প্রেমিক অঙ্কিতের সঙ্গে সাত পাকের বন্ধনে আবদ্ধ হন। তার আগে ২০১৮-এর নভেম্বরে বাগদান সারেন। কাজলের স্বামী অঙ্কিতের বিনোদন দুনিয়ার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তিনি সম্পর্কে কাজলের বোনের দেওর। এক সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, বোনের শ্বশুরবাড়ির তরফেই প্রথম বিয়ের প্রস্তাব আসে। মা-বাবা রাজি হওয়ার পর বিষয়টি নিয়ে তিনিও ভাবেন। 

অঙ্কিতের সঙ্গে মেলামেশার পর বুঝেছিলেন তিনি পারফেক্ট হাজব্যান্ড মেটিরিয়াল। এরপরই চার হাত এক করে জীবনের নতুন সিদ্ধান্ত নিয়েছিলেন টেলি অভিনেত্রী কাজল। কর্মসূত্রে অঙ্কিত বিদেশে থাকেন। পেশায় তিনি আইটি ইঞ্জিনিয়ার। বিয়ের পর কাজলও অভিনয়কে একপ্রকার গুডবাই জানিয়ে বিদেশের মাটিতেই অঙ্কিতের সঙ্গে সংসার পেতেছেন। এখন অপেক্ষা দুই থেকে তিন হওয়ার। নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় দম্পতি। 

আরও পড়ুন 'আজ তো আর...', কাকে চুপিচুপি আপন করে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ 'জুন আন্টি' ঊষসী?

Hindi Television hindi serial kajol Srivastava