Advertisment
Presenting Partner
Desktop GIF

মাদাম তুসোয় কাজল যখন মোমের পুতুল!

কাজল ছাড়াও এর আগে মাদাম তুসোয় ঠাঁই পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর খানের মতো বলিউডের প্রথম সারির তারকারা।

author-image
IE Bangla Web Desk
New Update
kajol

নিজের মোমের মূর্তির সঙ্গে সেলফি নিলেন কাজল। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

তিনি পর্দায় আসা মানেই সব্বার চোখে নজর কাড়বেনই। কুছ কুছ হোতা হ্যায় এর মতো রোম্যান্টিক ছবি হোক কিংবা গুপ্তের মতো ছবির খলনায়িকার চরিত্র, সবেতেই তিনি ওস্তাদ। এবার নব্বই দশকের বলিউডের সেই প্রিয় অভিনেত্রী ঠাঁই পেলেন মাদাম তুসোয়। ঠিক ধরেছেন, কাজলের কথাই হচ্ছে। বলিউডের অন্য তারকাদের মতো এবার কাজলেরও মোমের মূর্তি দেখতে পাবেন দর্শকরা। সিঙ্গাপুরে মাদাম তুসো মিউজিয়ামে নিজের সেই মোমের মূর্তি উন্মোচন করলেন স্বয়ং কাজল।

Advertisment

মোমের মূর্তির সামনে দাঁড়িয়ে খোশমেজাজে সেলফিও নিলেন দিলওয়ালে দুলহেনিয়া লে জায়েঙ্গের সিমরান।

কাজলের নতুন মোমের মূর্তি ঘিরে চরম উচ্ছ্বাস দেখা গেল অজয় দেবগণেরও। ট্যুইটারে একটি মজাদার ভিডিও পোস্ট করে স্ত্রীকে নিয়ে খানিক মসকরাও করেছেন অজয়।

সিঙ্গাপুরে নিজের মোমের মূর্তি উন্মোচন করতে মেয়ে নিশাকে সঙ্গে নিয়েছিলেন কাজল। মেয়ের সঙ্গে প্রথমবার রেড কার্পেটে হাঁটার কথাও সোশ্যাল সাইটে শেয়ার করেছেন নায়িকা।

আরও পড়ুন, ফের এক ফ্রেমে অক্ষয়-সুনীল-পরেশ, আসছে হেরাফেরি ৩

কাজল ছাড়াও এর আগে মাদাম তুসোয় ঠাঁই পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর খানের মতো বলিউডের প্রথম সারির তারকারা। বলিউডি সেলেবদের জনপ্রিয়তার নিরিখে মাদাম তুসোয় মোমের মূর্তি বানানোর চল বহুদিন আগে থেকেই হয়ে আসছে। এবার সেই তালিকায় কাজলের নাম ওঠায়, তাঁর ফ্যানরা যে ভীষণ খুশি, তা বলাই বাহুল্য।

bollywood Madame Tussauds kajol
Advertisment