Advertisment
Presenting Partner
Desktop GIF

Kajol: বিজয়া দশমীর দিনই সর্বনাশ, বাড়ির পুজোয় বরণ শেষে কাজলের সঙ্গে যা ঘটল...

Kajol on Durga Puja festivities: বিজয়া দশমীর দিন, পরনে সাদা লাল গরদের শাড়ি। কাজল দুর্গা পুজোর বরণ শেষে সিঁড়ি বেয়ে নামছিলেন। তারপর, ঘটে গেল এক ঘটনা। যাতে...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kajol দুর্গা

Kajol: বরণ শেষে নামতে গিয়েই কী হল কাজলের সঙ্গে?


হিন্দু শাস্ত্রমতে আজই দশমী। মা দুর্গার বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি ফেরার দিন। ফলে, রানী মুখোপাধ্যায়ের বাড়িতে শুরু হয়ে গিয়েছে ঠাকুর বরণ। আরব সাগরের পাড়ে এই পুজো ঘিরে গোটা মুম্বাই থাকে উৎসব মুখর। তারকারা, আসেন এই পুজোয়।

Advertisment

শেষ কিছুদিন তাঁদের পুজোয় এবার খুব সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল কাজলকে। বরাবর তিনি এবং রানী মুখোপাধ্যায় নিদারুণ ভূমিকায় থাকেন। কিন্তু, এবার কাজল নিজের চিৎকারের দরুন বেশ নজরে এসেছিলেন। আর এবারের পুজোয় ছেলের পাশাপাশি অজয় দেবগনের উপস্থিতিও দেখা গিয়েছিল মণ্ডপে।

কিন্তু, আজ যা কান্ড ঘটিয়েছেন। কাজলের নামে বদনাম রয়েছে তিনি নাকি এদিক ওদিক উল্টে পড়ে যান। তাঁর নাকি নিজের ওপর হোল্ড নেই। এবং এই সুনাম রয়েছে, তিনি পড়লেই নাকি কোনও ছবি সুপারহিট হয়। আর আজ তো দুর্গা মণ্ডপে বরণ শেষে পর্যন্ত, যা হল তাঁর সঙ্গে। অভিনেত্রী নিজে তো চমকে উঠলেন, বরং বাকি সবাই বলছেন...

পরনে সাদা লাল গরদের শাড়ি, তাঁকে দেখা গেল একদল বাঙালি সাজে। অভিনেত্রী বরণ করে যেই সিঁড়ি বেয়ে নামতে গেলেন, ঘটল বিপদ। কেন? তিনি নিজে সিঁড়ি দিয়ে নামছেন, তখন তাঁকে ফোন ঘাটতে দেখা যায়। আর কিছু মুহূর্ত পরেই তাঁর থেকে ফোন উল্টে সোজা নিচে পরে গেল। কিছু ঠাওর করতে পারলেন না কাজল।

হাত থেকে ফোন পড়ে যেতেই, অভিনেত্রী অবাক হয়ে গেলেন।  কিন্তু যেন কিছু যাই আসে না তাঁর। এদিকে, সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা। কেউ বললেন, "আগে কাজল নায়িকা ছিলেন, এখন পুরো কার্টুন"। আবার কেউ বললেন, "এ খালি উল্টে পড়ে যায়, এদিক ওদিক মুখ থুবড়ে পড়ে, এর এটাই কাজ"। আবার কেউ বললেন, "দেখুন! হাত থেকে পড়ে গেল এত দামী ফোন, কিন্তু এর কিছু যায় আসে না।"

উল্লেখ্য, কাজল প্রতিবার পুজোয় উপস্থিত থাকেন। নিজে হাতে ভোগ বিতরণ করেন। এমনকি, তিনি তাঁর ছেলেকেও এসব শেখাচ্ছেন। আর, এবার তো তিনজনের পারিবারিক ফটো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

kajol Devi Durga Durga Puja Durga Puja 2024
Advertisment