Advertisment
Presenting Partner
Desktop GIF

পুজোতে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' দক্ষিণ আফ্রিকায়

২০১৯ এর পুজোর লিস্টে প্রথম বাংলা ছবির সংযোজন হয়ে গেল। সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু ফ্র্যানঞ্চাইজির তৃতীয় ইনস্টলমেন্টের ঘোষণা হয়ে গেল। ছবির নাম 'কাকাবাবুর প্রত্যাবর্তন'।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কাকাবাবু মরুভূমি ও বরফের পর এবারে পারি দেবেন জঙ্গলে।

আফ্রিকায় এবার নিজের কারিগরি দেখাবে কাকাবাবু। অর্থাৎ ২০১৯ এর পুজোর লিস্টে প্রথম বাংলা ছবির সংযোজন হয়ে গেল। সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু ফ্র্যানঞ্চাইজির তৃতীয় ইনস্টলমেন্টের ঘোষণা হয়ে গেল। ছবির নাম 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। পরিচালক কাকাবাবু নিয়ে যে ট্রিলজি তৈরি করবেন বলে জানিয়েছিলেন এটা তার শেষ ছবি। মিশর রহস্য ও ইয়েতি অভিযানের পর কাকাবাবুর প্রত্যাবর্তন। তবে কাকাবাবু মরুভূমি ও বরফের পর এবারে পারি দেবেন জঙ্গলে।

Advertisment

দক্ষিণ আফ্রিকায় হবে এই ছবির শুটিং। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'জঙ্গলের মধ্যে এক হোটেল' গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এবারের কাকাবাবু সিরিজ। আফ্রিকার কেনিয়ার জঙ্গলে শুটিং হবে এই ছবি। এর আগে ভেঙ্কটেশের আরও একটা ছবির শুটিং হয়েছিল আফ্রিকায়। কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' ছবির। আফ্রিকার আবহাওয়ায় শঙ্কর রূপী দেবকে পর্দায় পছন্দ করেছিল দর্শক। সৃজিত মুখোপাধ্যায় বলেন, ''কাকাবাবু প্রত্যেকবারই বক্সঅফিসে ভাল ব্যবসা করেছে। আশা করছি যে এবারেও সাফল্য পাবে। পুজোয় দর্শকদের জন্য এটাই আমার উপহার''। শ্রীকান্ত মোহতা বলেন, ''কাকাবাবু বরাবরই ভীষণ প্রিয় একটা চরিত্র। তাছাড়া বুম্বা দার সঙ্গে কাজ করাটাও সবসময় আনন্দের ব্যাপার''।

Advertisment

আরও পড়ুন, অ্যাডভেঞ্চারস অফ জোজো: ইকোসিস্টেমের ফর্মুলায় অঙ্কের হিসেবটা ভালই

কিন্তু মিশর কিংবা বরফের দেশে কাকাবাবু দর্শকের একাংশকে খুশি করতে পারেননি , সমালোচিত হয়েছিল এই ছবি। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভীষণ উচ্ছসিত কাকাবাবুর প্রত্যাবর্তনে। তিনি বললেন, ''ভীষণ ভাল লাগছে। ছোটরা কাকাবাবুর জন্য অপেক্ষা করে থাকে। অত্যন্ত আনন্দের মূহুর্ত যে দু'বছর পরে কাকাবাবু ও সন্তু পুজোয় ফিরছে''। ছবিতে একেন বাবুর চরিত্রে অভিনয় করছেন অর্নিবাণ ভট্টাচার্য।

২০১৯ এ সৃজিত মুখোপাধ্যায়ের ভিঞ্চি দা ও শাহজাহান রিজেন্সিও মুক্তি পাওয়ার কথা। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তালিকায় তো জেষ্ঠ্যপুত্র রয়েইছে। সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়, একসঙ্গে দু'জনকে নিয়ে চলছেন টলিউডের ইন্ডাস্ট্রি।

Srijit Mukherji prosenjit chatterjee
Advertisment